।। মোঃ আব্দুল হান্নান।।
বাংলা ব্যকরণ
ও রচনা
৩য় শ্রেণি
বিষয়ঃ পদ
পর্ব-১
প্রশ্নঃ পদ
কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ লিখ।
উত্তরঃ বাক্যে
ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
যেমন: আমি স্কুলে যাব। এখানে প্রত্যেকটি শব্দ
একটি পদ।
পদ পাঁচ প্রকার।
যথা:
১. বিশেষ্য,
২. বিশেষণ,
৩. সর্বনাম,
৪. অব্যয়,
৫. ক্রিয়া।
প্রশ্নঃ বিশেষ্য
কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যে পদ দ্বারা
কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে।
উদাহরণ: রিয়া বই পড়ে।
প্রশ্নঃ বিশেষণ
কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম
পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি
প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে।
উদাহরণ: সাদা
বাড়ি, সুন্দর বাগান ইত্যাদি।
প্রশ্নঃ সর্বনাম
কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যে পদ সকল বিশেষ্য
বা নামের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে।
উদাহরণ : আলম
ভালো ছেলে। সে নিয়মিত স্কুলে যায়। তার মেধা ভালো। তাকে সবাই ভালোবাসে।
প্রশ্নঃ অব্যয়
কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যে পদের কোনো
রূপান্তর বা পরিবর্তন হয়না তাকে অব্যয় পদ বলে।
উদাহরণ : তুমি
আর আমি যাব।
তমি এবং আমি
যাব।
তুমি ও আমি যাব।
প্রশ্নঃ ক্রিয়াপদ
কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যে পদের দ্বারা
কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ
বলে।
উদাহরণ: ছেলেটা
পানিতে সাঁতার কাটছে। বাইরে প্রবল ঝড় হচ্ছে।
গ্রন্থনা ও উপস্থাপনায়:
মোঃ আব্দুল হান্নান
প্রভাষক (বাংলা)
লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ
লক্ষীপুর, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১ ৭২৩৮১১৪৪৪
মোবাইলঃ ০১ ৭২৩৮১১৪৪৪
0 coment rios:
You can comment here