Monday, March 30, 2020

ঘরে বসে ব্যাকরণ শিক্ষা , পর্ব-২, অষ্টম শ্রেণি, বহুনির্বাচনি নমুনা প্রশ্ন উত্তরসহ


।।মোঃ আব্দুল হান্নান।।
বাংলা ব্যাকরণ ও রচনা অষ্টম শ্রেণি 

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ভাষা থেকে কিছু নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা

১। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. অপিনিহিতি 
খ. পারিভাষিক শব্দ
গ. রূঢ়ি শব্দ 
ঘ. তৎসম শব্দ

২। কোনটি পারিভাষিক শব্দ?
ক. মসজিদ 
খ. হাসপাতাল
গ. সমীকরণ 
ঘ. হরতন

৩। Oxygen এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
ক. উদজান 
খ. সহজান
গ. অম্লজান 
ঘ. অক্সিজেন

৪। Secretary -এর পারিভাষ্য কী?
ক. সচিব 
খ. সদস্য সচিব
গ. সাধারণ সম্পাদক 
ঘ. সম্পাদক

৫। (পর্তুগিজ ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরি
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. মনুয়েল দ্য আসসুম্প সাঁও

৬। (ইংরেজি ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. মি. এন বি হ্যালহেড
গ. উইলিয়াম কেরি
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

৭। (বাংলা ভাষায়) বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক. রামরাম বসু 
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়

৮। বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. রাজা রামমোহন রায়
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. এনামুল হক

৯। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো অভিনেতা তৈরি করা
গ. দ্রুত লেখা শেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা

১০। ব্যাকরণশব্দের সঠিক অর্থ কোনটি?
ক. বিশেষভাবে বিভাজন
খ. বিশেষভাবে বিশ্লেষণ
গ. বিশেষভাবে বিয়োজন
ঘ. বিশেষভাবে সংযোজন

১১। ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক. ধ্বনি 
খ. ভাষা 
গ. শব্দ 
ঘ. বাক্য

১২। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
ক. ভাষা শিক্ষার জন্য
খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ. ভাষা বিষয়ে জ্ঞানদানের জন্য
ঘ. ভাষার বিকাশের জন্য

১৩। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. ২টি 
খ. ৩টি 
গ. ৪টি 
ঘ. ৫টি

১৪। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?
ক. ২টি 
খ. ৩টি 
গ. ৪টি 
ঘ. ৫টি

১৫। প্রতিটি ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য

১৬। নিচের কোনটি ভাষার মৌলিক অংশ?
ক. তৎসম শব্দ 
খ. অর্থ
গ. সন্ধি
ঘ. পদ প্রকরণ

১৭। প্রতিটি ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. চারটি 
খ. পাঁচটি 
গ. ছয়টি
 ঘ. দশটি

১৮। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
ক. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব

১৯। কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
ক. ধ্বনি 
খ. কারক 
গ. ছন্দ 
ঘ. বাক্য

২০। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগ্ধারার 
খ. অঙ্গপ্রত্যঙ্গের
গ. বাগ্যন্ত্রের 
ঘ. চক্ষু ও কর্ণের

উত্তরঃ ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. গ 

রচনায়ঃ

মোঃ আব্দুল হান্নান
প্রভাষক (বাংলা)
লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ
লক্ষীপুর, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
ইমেইলঃ ridoy.shagor121@gmail.com
মোবাইলঃ ০১ ৭২৩৮১১৪৪৪


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here