Saturday, March 21, 2020

করোনা ভাইরাস সতর্কীকরণ ও প্রতিরোধ বিষয়ক গোলটেবিল বৈঠক এবং লিফলেট বিতরণ


প্রান্তিক জনপদ।

দোয়ারাবাজার উপজেলার ৫ নং পান্ডারগাঁও ইউনিয়নে করোনা ভাইরাস (COVID 2019) সতর্কীকরণ ও প্রতিরোধ বিষয়ক গোলটেবিল বৈঠক এবং লিফলেট বিতরণ সভায় বক্তারা বলেন- ভয় নয়, সচেতনতা ও মনোবল বৃদ্ধি এবং সর্বোপরি আল্লাহর পূর্ণ আস্তা ও বিশ্বাসের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। খোদা ভীতি, ব্যক্তিগত আমল আখলাক বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্নতা বর্তমান সময়ে খুবই প্রয়োজন। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, করোনা অবহিতকরনে মাইকিংপোলট্রি ফার্ম নিয়ন্ত্রণ, প্রবাসীর তালিকা তৈরি, সকল অবস্থায় প্রশাসনের সাথে যোগাযোগ ইত্যাদির উপর বক্তারা গুরুত্বারোপ করেন। 
"প্রান্তিক জনপদ" পত্রিকার উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মাস্টার কামাল উদ্দিন। "প্রান্তিক জনপদ" এর একান্ত শুভাকাঙ্খী  ইউপি সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ ও উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নাহিয়ান ফারুক চৌধুরী। 

প্রানবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাষ্টার আসকর আলী, শিক্ষক মাওলানা আব্দুল হকস্বাস্থ্য সহকারী লালমিয়াপরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক রেদওয়ানুর রহমান আঙ্গুর, সৌহার্দের সুহেল আহমদঢাকা আহসানিয়া মিশনের প্রদীপ বাবু ও দীপিকা রাণী মজুমদার, FIVDB এর সেবুল আহমদ, সমাজকর্মী জহুর উদ্দিন, লাল মসজিদের ইমাম মাওলানা আফতার হোসেন, মাওলানা নেছার আহমদহাফিজ হোসাইন আহমদ প্রমুখ। 

উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মালিক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল মালিকশিক্ষক রিয়াদুল হক মাহফুজ, শিক্ষক শাওন সামন্ত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই বশিরইউপির বিকল্প উদ্যোক্তা মোশাহিদ আলী, মুয়াজ্জিন মাওলানা আবু তাহের, শালিস ব্যক্তিত্ব শহর আলী, ফয়জুল হকছাত্র ফাহিমুর রহমান ফাহিম।
আলোচনা সভার পর করোনা ভাইরাস সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃআব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ ও বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ। ভেন্যু প্রস্তুতে সহযোগিতা করেছে আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মুজাহিদুল ইসলাম, নজির আহমদ, মাহবুবর রহমান রোকননাঈম এবং ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ শামসুল ইসলাম, মিনা বেগমজন্টু মালাকার ও উজ্জ্বল মালাকার।। সকলের নিকট কৃতজ্ঞ।।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here