ছড়া কবিতা- করুণার বদলে করোনা
আব্দুল আউয়াল
করুণার বদলে করোনা
বিনা কারণে আসে না
যদিও সকলে বুঝে না
সত্যের সাক্ষ্য করোনা।
মিথ্যার মুখে সত্য অকাট্য
বিশ্ববাসী দেখলো দৃশ্য
আকাশে রয়েছে রাজত্ব
হস্ত তোলে দিলো সাক্ষ্য।
মানবজাতি যখন বিপথে চলে
জুলুম ব্যাবিচার পাপাচার বাড়ে
আযাব গযব মহামারি আসে
কুরআন হাদিসে প্রমাণ মিলে।
বিপথে আর চলবো না
সিজদায় লুটিয়ে করি প্রার্থনা
চাই তোমার দয়া রহমত করুণা
তুলে নাও মহামারি করোনা।
লেখকঃ কবি ও কুয়েত সেনাবাহিনীতে কর্মরত।
0 coment rios:
You can comment here