Monday, March 16, 2020

করোনা ভাইরাস থেকে বাঁচতে যে যে দোয়া পড়বেন


।। ইমদাদুল হক যুবায়ের।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিচের দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো

এক: আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারি থেকে বাঁচতে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন,
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আয়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনাসহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।

তথ্যসূত্র: আবু দাউদ: খণ্ড-২, পৃষ্ঠা - ৯৩; সহিহ তিরমিযী: খণ্ড-৩, পৃষ্ঠা - ১৮৪; সহিহ নাসাঈ: খণ্ড- ৩, পৃষ্ঠা ১১১৬।
  

দুই: হাদীসে এসেছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে ব্যক্তি সকাল ও বিকালে সূরা ইখলাস ৩ বার,  সূরা ফালাক ৩ বার  সূরা নাস  ৩ বার  পড়বে এটা তার  সবকিছুর জন্য যথেষ্ট হবে।

তথ্যসূত্র: আবূ দাউদ: খণ্ড-৪, পৃষ্ঠা - ৩২২, হাদীস নং ৫০৮২; তিরমিযী: খণ্ড-৫, পৃষ্ঠা - ৫৬৭, হাদীস নং ৩৫৭৫।

তিন: যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার নিচের এই দোয়া পড়বেন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো-

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ 

বাংলা উচ্চারণ: বিস্‌মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মাআ ইস্‌মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ইওয়াহুয়াস্ সামীউল আলীম

বাংলা অর্থ: আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি  সর্বশ্রোতা, মহাজ্ঞানী।


তথ্যসূত্র:  আবূ দাউদ: খণ্ড-৪, পৃষ্ঠা - ৩২৩, হাদিস নং: ৫০৮৮; তিরমিযী: খণ্ড-৫, পৃষ্ঠা - ৪৬৫, হাদিস নং: ৩৩৮৮; ইবন মাজাহ, হাদিস নং: ৩৮৬৯; আহমাদ, হাদিস নং:  ৪৪৬। আর আল্লামা ইবন বায রাহিমাহুল্লাহ তাঁর তুহফাতুল আখইয়ারগ্রন্থের ৩৯ পৃষ্ঠায় এটার সনদকে হাসান বলেছেন।


চার: আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে,

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

বাংলা অর্থ: আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।

তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়।

তথ্যসূত্র: তিরমিজি, হাদিস নং : ৩৪২৬


এছাড়া নিয়মিত তাওবা ইস্তেগফার করার অভ্যাস অব্যাহত রাখতে হবে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক। আমীন।
সংকলন ও সম্পাদনায়: 
ইমদাদুল হক যুবায়ের, গবেষক, প্রাবন্ধিক, কলামিস্ট। 
শিক্ষক, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। 
সিলেট। মোবাইল: 01712374650


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here