ইমদাদুল হক যুবায়ের
মাথায় যদি না থাকে চুল,
করো না তাতে হুলুস্থুল।
দেখতে মানুষ যদিও কালো,
আসলেই তিনি মানুষ ভালো।
থাকেন সদা সবার সাথে,
কষ্ট করেন দিনে- রাতে।
সবার জন্য খাটেন তিনি,
আমরা তাঁর কাছে ঋণি।
উনি সবার প্রিয় ভাই,
সুখে দুঃখে কাছে পাই।
সুখি দুঃখির আপনজন,
হাসি খুশিতে সারাক্ষণ।
ঘুরা-ঘুরিতে সৌখিন সদা,
ভালো তাঁকে রাখুক খোদা।
এক সাথে সদা চলি,
দুঃখ ব্যাথা যাই ভুলি।
অচিন পথের যাত্রী মোরা,
উনি হলেন সবার বুড়া।
মুরব্বি হিসেবে আমরা মানি,
আসলেই তিনি জ্ঞানী-গুণি।
সব কিছুতেই তাঁকে পাই,
যখন আমরা যেখানে যাই।
0 coment rios:
You can comment here