Monday, March 16, 2020

গুণি মানুষ



ইমদাদুল হক যুবায়ের

মাথায় যদি না থাকে চুল,
করো না তাতে হুলুস্থুল।

দেখতে মানুষ যদিও কালো,
আসলেই  তিনি মানুষ ভালো।

থাকেন সদা সবার সাথে,
কষ্ট করেন দিনে- রাতে।

সবার জন্য খাটেন তিনি,
আমরা তাঁর কাছে ঋণি।

উনি সবার প্রিয় ভাই,
সুখে দুঃখে কাছে পাই।

সুখি দুঃখির আপনজন,
হাসি খুশিতে সারাক্ষণ।

ঘুরা-ঘুরিতে সৌখিন সদা,
ভালো তাঁকে রাখুক খোদা।

এক সাথে সদা চলি,
দুঃখ ব্যাথা যাই ভুলি।

অচিন পথের যাত্রী মোরা,
উনি হলেন সবার বুড়া।

মুরব্বি হিসেবে আমরা মানি,
আসলেই তিনি জ্ঞানী-গুণি।

সব কিছুতেই তাঁকে পাই,
যখন আমরা যেখানে যাই।




শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here