আমাদের ভিশনারি
ইমদাদুল হক যুবায়ের।
ভ্রাতৃত্ব-ভালোবাসা মায়ার বাঁধন
'ভিশনারি' এক নাম,
ভিশনারি নজর কাড়ছে সবার,
বাড়ছে মোদের দাম।
কখনো ছয় কখনো নয়
বিনোদনে পথ চলা,
রিফ্রেশমেন্ট আর রিলাক্সেতে
প্রাণ খোলে কথা বলা।
সেক্রিফাইসের মেন্টালিটি যদি
থাকে সবার মাঝে,
ভবিষ্যৎ সব প্লানের সফলতা
আসবে সকল কাজে।
আমরা করবো আনন্দ-ভ্রমণ
শত ব্যস্ততার ফাঁকে,
তাইতো আগে দিবো সাড়া
ভিশনারির ডাকে।
আনন্দ আর ভ্রমণে জানি
বিষণ্নতার অবসান হয়,
ক্যাপচারকৃত পিকচারগুলো
স্মৃতিতে অম্লান রয়।
পরস্পরে আছে বিশ্বাস আর
গভীর ভালোবাসা,
অটুট থাকুক জীবন তক
এটাই মনের আশা।
বাঁধার পাহাড় ডিঙিয়ে যাবো
একতাই মোদের বল,
সুখ-দুঃখের ভাগাভাগি করে
ভিশনারি নামক দল।
ভিশনারির মান, ভিশনারির প্লান
বাস্তবায়নে এগিয়ে যাবো,
ব্যাথা-গ্লানি সব মুছে দিয়ে
সুখে-শান্তিতে রবো।
পরস্পরে ভালোবাসবো সদা
উজাড় করে মন-প্রাণ,
মনের ব্যাথা দূর করে করি
ভুল-বোঝাবুঝির অবসান।
শীষা-ঢালা প্রাচীরে চাইনা গরমিল
নয়জনের এক মন,
মনের মিল হোকনা অমিল
সামনে আগাবার পণ।
0 coment rios:
You can comment here