।। মো. লুৎফুর রহমান হুমায়দী।।
যাকাত রামাদ্বান মাসেই দিতে হবে এরকম কোনো শর্ত নেই। আরবী বৎসর হিসেবে একটি সময় ধরে সম্পদের এক বৎসর পূর্ণ হলে সাহেবে নেছাব ব্যক্তিদের উপর যাকাত ফরজ হয়।
আমাদের দেশে সাধারণত রামাদ্বান থেকে রামাদ্বান হিসেব করা হয় বলেই লোকজন রামাদ্বান মাসের বরকতময় সময়ে যাকাত আদায় করে থাকেন। যে কেউ এর ভিন্নতাও করতে পারেন। তাছাড়া যারা রামাদ্বান থেকে রামাদ্বান হিসেবেই রামাদ্বান মাসে যাকাত আদায় করতে অভ্যস্ত, তারা চাইলে এটি এখন অগ্রিমও আদায় করতে পারবেন। অর্থাৎ আপনার মেয়াদ পূর্ণ হবে দুই মাস বা তিন মাস বা আরো পরে, আপনি চাইলে মোটামুটি একটা অগ্রিম হিসেব করে গ্রহণকারীদের দুরবস্থার কথা বিবেচনা করে আগেই যাকাত আদায় করে নিতে পারেন।
তাই বর্তমান এ মহা দুর্যোগ এবং সংকটকালে অসহায় মানুষদের মাঝে যাকাতের টাকা বিতরণ করে দেয়ার জন্য আমি সকল বিত্তশালী এবং সচ্ছল ভাই বোনদের প্রতি একান্ত অনুরোধ করছি।
মহান আল্লাহর উপর ভরসা রাখুন। মানবতার কল্যাণে এগিয়ে আসুন। কঠিন এ দুর্যোগের সময়ে গরিব, দুঃখী, অক্ষম, অসহায় মানুষদের মাঝে আপনার যাকাতের টাকা বিতরণ করুন। আল্লাহ আমাদের সকলকে তাঁর মুখলিস বান্দা হিসেবে কবুল করুন। আমীন।
লেখকঃ অধ্যক্ষ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা, পাঠানটুলা, সিলেট।
আমীন
ReplyDelete