ছড়া-কবিতা, চাই না মহামারি করোনা
কবি আব্দুল আউয়াল।
চাই মোরা মা'বুদের করুণা
চাই না মহামারি করোনা
সিজদাতে লুটিয়ে করি প্রার্থনা
তুলে নাও মহামারি করোনা।
বিপদ মুছিবতে ভরসা তুমি
বিশ্বজগতের অধিপতি তুমি
দয়াময় পালনকর্তা তুমি
জীবন মৃত্যুর মালিক তুমি।
তোমার দরবারে করি মিনতি
মন্দ দিওনা কর্মের পরিণতি
তোমারি ভয় দিলে দাও ভরি
কখনো যাইনা যেনো বিপথে চলি।
গোলামতো মোরা তোমারি
যতোই হইনা কেনো পাপাচারী
পাপের বোঝা বহন করি
যাইনা যেনো জাহান্নামে চলি।
মোদের মাথার অগ্রভাগ ধরে
চালাও তোমার মনোনীত পথে
দ্বীনের জ্ঞানের তরে
বক্ষকে দাও সুপ্রশস্ত করে।
অতীত জীবনের পাপের কারণে
তাওবা করছি অনুশোচনা করে
সে পথে না যাওয়ার প্রতিজ্ঞা করে
তাওবাতুন নাসুহা নাও কবুল করে।
মোদেরকে দাও নেক করে
আযাব ও গযবে দিওনা ফেলে
মহামারি করোনা নাও তুলে
প্রার্থনা করছি দু'হাত তুলে।।
২২/০৩/২০২০ইং
কুয়েত।
লেখকঃ ল্যা:কর্পো:অব:
আব্দুল আউয়াল, বাংলাদেশ সেনাবাহিনী ; বর্তমানে কুয়েত সেনাবাহিনীতে কর্মরত।
0 coment rios:
You can comment here