স্মৃতিতে মরহুম মাস্টার মফিজুর রহমান স্যার
ইদাদুল হক যুবায়ের।
সত্যিই মৃত্যু করবে পাকড়াও
স্মরণ রাখো হে মুসলমান,
সে ধারায় আজি রবের কাছে
উস্তাজ মাস্টার মফিজুর রহমান।
আসলেই তুমি মহান উদার
অমর হয়ে থাকো পরপারে,
করছি মিনতি দরবারে প্রভূর
অধম আমি গুনাহগারে।
বাড়িয়ে মান দাও প্রতিদান
দয়াময়-রহমান হে প্রভূ!,
তাঁর অবদান কত যে মহান
তুলনা তা হবে না কভূ।
পরোপকার আর শিক্ষা প্রসারে
যিনি ছিলেন একনিষ্ঠ প্রাণ,
তাঁর চিন্তা আর সাধনার ফল
দারুল হেরা নামের প্রতিষ্ঠান।
"ফুল বাগানের ফুলকলি" মোদের
এক দিন বলেছিলেন তিনি,
দেইনি কিছু দিয়েছেন অনেক
তাঁর কাছে মোরা চিরঋণী।
ধন্য যাঁর ধরণীর জীবন
সুসন্তান রেখে গেছেন ভবে,
সদকায়ে জারিয়ার বদৌলতে
জান্নাতুল ফেরদাউস দিবেন রবে।
লেখার তারিখঃ ২২ এপ্রিল রবিবার, সন ২০০২।
এ কবিতাটি আমার একান্ত শ্রদ্ধার পাত্র, দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার (১৯৯১-১৯৯৩) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, উস্তাদ মাস্টার মফিজুর রহমান স্যারকে উদ্দেশ্য করে লিখা।
মাস্টার মফিজুর রহমান হলেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা, সিলেট এর স্বনামধন্য প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী সাহেব এর গর্বিত পিতা।
0 coment rios:
You can comment here