ছড়া-কবিতা, অদম্য বিভীষিকাময় নাম করোনা
শাওন সামন্ত।।
অদম্য বিভীষিকাময় নাম করোনা
বিশ্ব ব্রাহ্মণ্ড এখন তোমার ঠিকানা।
তুমি এক অদৃষ্টপূর্ব অশরীরী-
রাহুর মতো রূঢ় তুমি দারুন সেচ্ছাচারী।
শুনেছি চীনের উহান থেকে হয়েছে উদয়
নগ্ন ধৃষ্টতায় কেবল করছো প্রলয়!
মিনতি করি তব উদগম করোনা
ত্রাহি ত্রাহি উচ্চারণ শুধু যায় শুনা!
উতরোল বিশ্ববাসী নিদ নেই চোখে
তোমার উগ্র করাল রূপখানা দেখে!!
বিশ্ববাসী চায়না তব বিকট সেচ্ছাচারী
থামাও এবার বন্ধু তোমার উলঙ্গঁ বাহাদুরী।
উস্খুস মানব মন অস্থির প্রায়
কখন জানি করোনা ছুঁযায় প্রানটা বুঝি যায়!!
বিনয় করি কই করোনা জানাই প্রনতি
বিদায় নিয়ে এবার মোদের দাও স্বস্তি।
লেখকঃ শাওন সামন্ত (বাবু স্যার)
হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়,
পাণ্ডারগাওঁ ইউনিয়ন,
দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৩৩২৩৮৭১
অসাধারণ
ReplyDelete