Saturday, March 28, 2020

ছড়া কবিতা- তাঁর পথেই ফিরে যাই


।। আব্দুল আউয়াল।।

এসো তাঁর পথেই ফিরে যাই
যার দয়াতে আলো বাতাস পাই
তাঁর চেয়ে দয়ালু আর কেহ নাই
নয়ণ মেলে দেখো তোমরা সবাই।

অপূর্ব অবয়বে করেছেন সৃজন
তিনিই করে থাকেন প্রতিপালন
তাঁর নিকটেই করতে হবে গমন
যিনি করেছেন ভূবনে প্রেরণ।

তাঁর পক্ষে ডাক আসবে যখন
ছাড়তে হবে মায়ার ভূবন
বৃথা ধন-সম্পদ বিশাল আয়োজন
মরণ এসে করবে যখন আলিঙ্গন।

তাঁর পথ সোজা সরল পথ
ভিন্ন সবই শয়তানের পথ
সোজা সরল পথেই জান্নাত
এসো ফিরে গিয়ে ধরি সে পথ।।

লেখকঃ কুয়েত প্রবাসী, কুয়েত সেনাবাহিনীতে কর্মরত সম্মাননীয়  আব্দুল আউয়াল ভাই।

শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here