।। মামুন সুলতান।।
বসন্ত বসনে পোকা পুষ্পগায়ে কিরার পচন
গেরুয়া চাদর জুড়ে ভরে যাচ্ছে পাপের জীবানু
বসন্ত বাতাসে উড়ছে পাপবিম্বিত ধূসর ধোঁয়া
মানুষের নাক মুখ দখল করছে ধোঁয়ার কুণ্ডলী
সারা পৃথিবী এখন করোনার একুরিয়াম
ব্রহ্মাণ্ড ভবনে দেখি আজব মাছের খেলা
অদৃশ্য এক অদ্ভূত জীবাণু উড়ছে বাতাসে
ভয়ে ভীষণ কাতর শক্তিধর মানুষের চোখ
অতি ক্ষুদ্র পরমাণু ভাইরাসে কাঁপে পৃথিবী
দম্ভে ফেটে পড়া সেই নরঘাতকের হুঙ্কার গেল কই
কোথায় গেল দাম্ভিক চৈনিক দৈত্য দানব
কোথায় সেই জীবাস্ত্র ধ্বংসের দুরন্ত দাবানল
প্রাচ্য প্রতীচ্য যখন তোমার ক্ষমতার বলয়ে
কামান গোলার গর্বে ভুলে গেছো আল্লাহর গজব
এবার ফেরাও ওহে দাম্ভিক গোলন্দাজ
খুদে করোনার ভয়ে কোথায় পালাবে বল
পৃথিবী যেমন কাঁপে মানুষও কাঁপছে ভয়ে
মানুষের নেই জানি দম্ভের কোন অধিকার
স্রষ্টার পায়ের তলে সেজদায় নত হও হে নিষ্ঠুর
চলো প্রার্থনায় বসি ক্ষমা চাই আল্লাহর কাছে।
লেখকঃপ্রাক্তন সহকারী অধ্যাপক, বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিলেট।
বিশিষ্ট কবি, সাহিত্যক, লেখক ও গবেষক।
মোবাইলঃ ০১৭১২৬৮৩২০৩
মোবাইলঃ ০১৭১২৬৮৩২০৩
0 coment rios:
You can comment here