।। ইমদাদুল হক যুবায়ের।।
ছড়ায় ছড়ায় কুরআন শিক্ষা
পর্ব-১
বিষয়ঃ আরবি হরফ
এসো সবাই সুরে সুরে আরবি হরফ পড়ি,
ت - ب - ا দিয়ে পড়া শুরু করি।
خ – ح – ج – ث পড়বো সবে ভাই,
পরের হরফ ذ – د শিখে নেয়া চাই।
ش – س – ز – ر চারটি হরফ বল,
ظ – ط – ض – ص পড়ে সামনে চল।
ق – ف – غ – ع পড় উচ্চ স্বরে,
ن – م – ل – ك আসবে ق এর পরে।
ي – ء – ه – و
পড় ধীরে ধীরে,
হরফগুলো পড়তে বস প্রতিদিন ভোরে
গ্রন্থনা ও উপস্থাপনায়:
ইমদাদুল হক যুবায়ের
সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা)
জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।
ইমেইল: zubairjcpsc@gmial.com
মোবাইল: 01712374650
গ্রন্থনা ও উপস্থাপনায়:
ইমদাদুল হক যুবায়ের
সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা)
জালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।
ইমেইল: zubairjcpsc@gmial.com
মোবাইল: 01712374650
0 coment rios:
You can comment here