কবিতা- আমার আইডল
।। মামুন সুলতান।।
আমি কারো আইকন কিংবা আইডল নই
নিজেই কষ্টের খোঁয়াড়ে কঠিন কবর রচনা করি
মাটির দলায় লিখি বেদনায় নিষিক্ত কষ্টকাব্য
ধূলোয় বিছিয়ে দেই আমার যত অহংকার
আমার সংস্কারে আমি দ্বিধান্বিত হই
এক অংকের স্বপনে ভাসিয়ে দেই একক জীবন
তবুও জড়িয়ে যাই স্বজনের সুখ নির্মাণে
আহত পাখির মত আমি তখন কাঙাল হয়ে যাই
আপন দুঃখে এভাবে দূরে চলে গেলে
তারা আমাকে বারবার বুকের ভেতর গেঁথে নেয়
আমি উম পেতে থাকি স্বজনের স্বর্গালয়ে
ভেতরে ভেতরে ভাবি ওরাই তো আমার আইডল
জীবনের অন্ধদ্বীপে ওরাই আমার প্রদীপ্ত শিখা
আমার সজল চোখে জ্বেলে দেয় সুখের সূর্য
সুখে আমি কাঁদতে থাকি অনর্গল কেঁদে যাই
শতাব্দির শত স্বপ্নে উড়ে যাই সুখের সাগরে।
লেখকঃ বিশিষ্ট আবৃত্তিকার ও কবি
0 coment rios:
You can comment here