Wednesday, March 18, 2020

ও ভাইরাস করোনা


এডভোকেট শামছুদ্দিন।

ও ভাইরাস  করোনা,
একটু দূরে সরোনা।

ভয়ে কাঁপছে সারা বিশ্ব,
কী যে এক ভয়াল দৃশ্য।

রাজা রাণীর নেই যে ঘুম,
হরেক চিন্তায় পড়ছে ধুম।

বনি আদম হচ্ছে উজাড়,
কিছু  একটা করো এবার।

সেরা সেরা কবিরাজরা
পাচ্ছে  না কুল-কিনারা,
হাহাকার আর দুর্ভাবনা
বাড়ছে যে জীবন হারা।

চারিদিকে এক আওয়াজ,
বাঁচাতে দাও মোদের আজ।
সকল বুদ্ধি  হচ্ছে  শেষ,
এক দেশ থেকে অন্য দেশ।

মানবতার কান্না
দেশে দেশে আর না।
ও ভাইরাস  করোনা
দয়া করে ছাড়ো না।

১৭/৩/২০২০


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here