ছড়া-কবিতা এই পরিচয়ে
।। মামুন সুলতান।।
আমি ধারণ করেছি এই বুকের ভেতরে
লাল সবুজের রঙে লালন করেছি প্রেম
পদ্মার জলে নেয়েছি যমুনায় কেটেছি সাঁতার
আমার হৃদয়ে বাংলা স্বপ্নের স্বাধীনতা
বীর স্রোতে রক্ত দোলে করুণ স্রোতে ইতিহাস
লক্ষবীরের সাহস আর বীরাঙ্গনার ত্যাগে
আমি ধারণ করেছি শহিদের মাটি
রক্তিম যুদ্ধে পেয়েছি আমার ঠিকানা
সোনালি স্বাধীন আমি উড়াই পতাকা এক
লাল সবুজের রঙে গড়েছি আমার নিশ্চিত নিশানা
বঙ্গোপসাগরের ঢেউ নিয়ে ছড়িয়ে পড়ি দেশে
সাহসের সাথে চলি অটল পাহাড় আমি
অনন্ত সাহসে থাকি বিশ্বে বিহার করি এইভাবে
এই পরিচয়ে ঘুরি স্বাধীন বাংলার সুখে
এই ভূমিতে আমার জন্মপরিচয়
এই পরিচয় দিয়ে দাঁড়াতে পারি সারা বিশ্বময়।
0 coment rios:
You can comment here