ছড়া-কবিতা সামনে চল
ইসলাম উদ্দিন মাহবুব।
নামায পড় রোযা রাখো
সত্য কথা বলো,
জিহাদ কর জানে মালে
মিথ্যা পায়ে দলো।
সরল পথের পথিক যারা
তাদের সহায় হও,
খোদা তায়ালার প্রেমিক হতে
তাঁর সাহায্য লও।
ভালো দিয়ে করো সদা
মন্দের প্রতিকার,
সৎ কাজের আদেশ করো
করো সুবিচার।
মন্দ লোকের মন্দ কাজে
করো প্রতিবাদ,
পরওয়া নেই সামনে চল
আসুক অপবাদ।
লেখকঃ বিশিষ্ট ব্যাংকার, ও সহ সভাপতি, দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ, মঙ্গলপুর, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৯১২৭০৬৯৮৫
0 coment rios:
You can comment here