Friday, March 27, 2020

ছড়া কবিতা- স্বাধীনতা খুঁজি


শাহজাহান শাহেদ
.
স্বাধীনতা খুঁজি জারুল-পারুল, বটগাছ ছায়াতলে
জননীর মুখে, কথামালা সুখে আঁচলের মায়াবলে
স্বাধীনতা খুঁজি ফিঙে, দোয়েল পাখিদের কলরোলে
বাবার শাসনে লুকোলুকি করে স্নেহ-প্রীতি ওঠে দোলে।
.
স্বাধীনতা খুঁজি সুমধুর ধ্বনি মুয়াজ্জিনের সুরে
বড় ভালোবাসি মা-মাটির ছবি থাকি যত কাছে-দূরে
স্বাধীনতা খুঁজি সবুজের মাঠে শিশু-কিশোরের খেলা
অপরূপা দেশে মৃদু পরিবেশে বসে মনোহরী মেলা।
.
স্বাধীনতা খুঁজি ছড়া-কবিতায় বাউলের গানে গানে
নদ-নদে নাও মাঝি বেয়ে যায় আহা ভাটিয়ালি টানে
স্বাধীনতা খুঁজি হাতে হাত রেখে তরুণের চলাফেরা
দেশপ্রেম-প্রীতি, যত রীতিনীতি, প্রকৃতির মায়াঘেরা।
.

লেখকঃ বিশিষ্ট কবি ও সংগঠক 


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here