ইমদাদুল হক যুবায়ের
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার
প্রস্তুতি-২০২০
পঞ্চম শ্রেণি
বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায়: আকাইদ- বিশ্বাস
সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন উত্তরসহ
পর্ব-৩
(দুই মার্কস এর উপযোগী হয়ে
পরীক্ষায় আসবে)
৪১। কবরে কয়জন ফেরেশতা প্রশ্ন করবেন? কবরের প্রথম প্রশ্ন কোনটি?
উত্তর: কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করবেন। কবরের প্রথম
প্রশ্ন করা হবে সেটি হলো- মান রাব্বুকা? (তোমার
রব কে?)
৪২। আল্লাহর বিধান কোথায় আছে?
আল্লাহর বিধান জানতে হলে আমাদের
কী করতে হবে?
উত্তর: আল্লাহর বিধান কুরআন মজিদে আছে।
আল্লাহর বিধান জানতে হলে আমাদেরকে কুরআন বুঝে পড়তে হবে।
৪৩। আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ স্তর কয়টি? কোন বিষয়ের উপর ইমান আনা ব্যতীত
মানুষ মুসলমান হতে পারে না?
উত্তর: আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ স্তর ছয়টি। আখিরাতের
উপর ইমান আনা ব্যতীত মানুষ মুসলমান হতে পারে না।
৪৪। ‘রিসালাত’ শব্দের অর্থ কী? কাকে খাতামুন্নাবিয়্যীন বলা হয়?
উত্তর: ‘রিসালাত’ শব্দের অর্থ বার্তাবহন। হযরত মুহাম্মদ
(সা.) কে খাতামুন্নাবিয়্যীন বলা হয়।
৪৫। কার্বনডাই অক্সাইড কী?
আমরা সব সময় শ্বাস নিই এবং শ্বাস ফেলি। শ্বাস-প্রশ্বাস ছাড়া কোনো জীব বাঁচেনা। শ্বাস ফেলার সময় এক প্রকার বিষাক্ত বায়ু
বের হয়। এই বায়ুর নাম কী?
উত্তর: কার্বনডাই অক্সাইড হলো- বিষাক্ত
বায়ু। শ্বাস ফেলার সময় এক প্রকার বিষাক্ত বায়ু
বের হয়। এই বায়ুর নাম কার্বন-ডাই-অক্সাইড।
৪৬। ‘পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আন, না আমি তা বর্ষণ করি।’ এটি কোন সুরা থেকে চয়নকৃত?
উত্তর: ‘পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আন, না আমি তা বর্ষণ করি।’ এটি সূরা ওয়াকিয়া, আয়াত: ৬৮-৬৯ থেকে চয়নকৃত।
৪৭। এক ও অদ্বিতীয় সত্তা কে?
শক্তির উৎস হিসেবে মহান আল্লাহ
কী সৃষ্টি করেছেন?
উত্তর: এক ও অদ্বিতীয় সত্তা আল্লাহ
তায়ালা। শক্তির উৎস হিসেবে মহান আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন।
৪৮। সকল রাসূলগণের প্রতি বিশ্বাস করা মুসলিমের কী?
উত্তর: সকল রাসূলগণের প্রতি বিশ্বাস করা মুসলিমের ইমানের অঙ্গ।
৪৯। ‘আযাব’ অর্থ কী? আমরা পাপ থেকে বিরত থাকব কেন?
উত্তর: ‘আযাব’ অর্থ শাস্তি । আমরা কবরের
আজাব হতে রক্ষা পাওয়ার জন্য পাপ থেকে বিরত থাকব।
৫০। ‘মা দীনুকা’ অর্থ কী? মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই সওয়াল
জওয়াবের সম্মুখীন হতে হবে। কবরে দুইজন ফেরেশতা এসে সওয়াল করবেন। তাঁদের নাম কী?
উত্তর: ‘মা দীনুকা’ অর্থ তোমার দীন কী? কবরে দুইজন ফেরেশতা এসে সওয়াল করবেন, তাঁদের নাম মুনকার-নাকির।
৫১। হাশর কাকে বলে?
উত্তর: বিশ্বজগৎ ধ্বংস হওয়ার পর সবাইকে পাপ-পুণ্যের
বিচারের জন্য পুনরায় জীবিত করা হবে এবং আল্লাহর সামনে হাজির করা হবে। একে বলে হাশর।
৫২। এমন এক সময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না। গ্রহ-উপগ্রহের
মধ্যে সংঘর্ষ ঘটবে। তখন তাকে কী বলে?
উত্তর: এমন এক সময় আসবে যখন সূর্য
শীতল হয়ে যাবে,
চাঁদের আলো থাকবে না। গ্রহ-উপগ্রহের
মধ্যে সংঘর্ষ ঘটবে। তখন তাকে কিয়ামত বলে।
৫৩। আমলনামা বলতে কী বোঝ?
উত্তর: আমাদের চলা ফেরা, আচার-আচরণ, ভালোমন্দ, পাপ-পুণ্য সব কিছু লিখে রাখা হয়।
একে বলে আমলনামা।
৫৪। আল্লাহ আমাদের অনেক নেয়ামত দান করেছেন। তাই আমাদের কী করা উচিত?
উত্তর: আল্লাহ আমাদের অনেক নেয়ামত
দান করেছেন। তাই আমাদের আল্লাহর প্রতি অনুগত থাকা উচিত।
৫৫। মিযান কাকে বলে?
উত্তর: হাশরের দিন পাপ ও পুণ্য যার
দ্বারা ওজন করা হবে তাকে মিযান বলে।
৫৬। পৃথিবীতে যারা আল্লাহ ও তাঁর রাসূলের কথামতো চলত না, তারা সঠিক উত্তর দিতে পারবে না। আফসোস
করে তারা কী বলবে?
উত্তর: পৃথিবীতে যারা আল্লাহ ও তাঁর
রাসূলের কথামতো চলত না,
তারা সঠিক উত্তর দিতে পারবে
না। আফসোস করে তারা বলবে ‘হায়! আমি তো কিছুই জানি না’।
৫৭। প্রায় প্রতিদিন আমরা মৃত্যুর সংবাদ শুনি, কেউ মারা গেলে আমরা কবর দিতে
যাই। গোসল দিয়ে,
কাফন পরিয়ে এক স্থানে জড়ো
হয়ে মৃত ব্যক্তির জন্য কী পড়ি?
উত্তর: আমরা গোসল দিয়ে, কাফন পরিয়ে এক স্থানে জড়ো হয়ে মৃত
ব্যক্তির জন্য জানাযার নামায পড়ি।
৫৮। মানুষদের মধ্য থেকে এমন সব মহামানব সৃষ্টি করেছেন যাঁরা আল্লাহর গুণাবলী সম্পর্কে
নির্ভুল জ্ঞান রাখেন ও মানুষকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে শিখান তারা কারা?
উত্তর: মানুষদের মধ্য থেকে এমন সব
মহামানব সৃষ্টি করেছেন যারা আল্লাহর গুণাবলী সম্পর্কে নির্ভুল জ্ঞান রাখেন ও মানুষকে
আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে শিখান তারা নবি-রাসূলগণ।
৫৯। আল্লাহর আনুগত্যের জন্য কিসের প্রয়োজন?
উত্তর: আল্লাহর আনুগত্যের জন্য প্রয়োজন
আল্লাহর তায়ালার সত্তা ও গুণাবলি সম্পর্কে জানা ও ইমান আনা।
৬০। পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। পানি ছাড়া গাছপালাও বাঁচে না। প্রতিদিন
প্রচুর পানি ব্যবহার করতে হয়। এ পানি আমরা কোথা থেকে পাই?
উত্তর: আমরা এ পানি নদনদী, খালবিল, পুকুর, সাগর, কূপ ও নলকূপ ইত্যাদি থেকে
পাই।
প্রস্তুতকারী:
ইমদাদুল হক যুবায়ের,
ইমদাদুল হক যুবায়ের,
সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা)
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
জালালাবাদ সেনানিবাস,
সিলেট।
মোবাইল: ০১৭১২৩৭৪৬৫০
0 coment rios:
You can comment here