আমাদের বড় ভাই
ইমদাদুল হক যুবায়ের।
আমাদের ভাই আমাদের লিডার যাঁর নেই তুল,
আল্লাহ যেনো করেন ক্ষমা তাঁর কৃত ভুল।
সম্মান ও শ্রদ্ধার পাত্র ভাইটির গুনগান করি,
'ভিশনারী' এগিয়ে যাচ্ছে তাঁর প্রিয় হাত ধরি।
তাঁর চিন্তা তাঁরই সাধনা 'ভিশনারী' এক নাম,
সব কিছুতেই লাইভে আসা তাঁরই প্রিয় কাম।
ভিশনারীর স্বপ্ন হবে পূরণ ঐ ভাইটিকে দিয়ে,
মায়ার বাঁধনে এগিয়ে যাবেন আমাদেরকে নিয়ে।
সব সময়ে সবখানেতে আমরা তাঁকে মানি,
তিনি উদার তিনি মহান গুণি এবং জ্ঞানী।
0 coment rios:
You can comment here