Monday, March 23, 2020

করোনা ভাইরাস বিষয়ে ডা. মেহেদী হাসানের পরামর্শ


ড. মেহেদী হাসান।

সকলের কাছে বিশেষ অনুরোধ-
জ্বর, কাশি, ঠান্ডা রোগীরা বাসায় বসে চিকিৎসা নিন। নিজ দায়িত্বে, হোম কোয়ারেন্টাইনে থাকুন।

❒ চিকিৎসাঃ

• Tab. Napa 500mg
1+1+1 (জ্বর ১০০* এর বেশি হলে)
• Tab. Fexo 120mg
0+0+1 (সর্দি হলে)
• Deslor 5mg
0+0+1 (সর্দি-কাশি থাকলে)
• Antazol 05% Nasal Drop
১ ফোটা করে প্রতি নাকের ছিদ্রে (নাক বন্ধ হলে)
• Seclo 20mg
1+0+1 (যদি গ্যাস্টিকের সমস্যা থাকে)
• Salbutamol 100mcg Inhaler (যদি শ্বাসকষ্টের সমস্যা হয়)

❒ পরামর্শ:

• ঘরে অবস্থান করুন।
• গণজমায়েত নিরুৎসাহিত ও বর্জন করুন।
• প্রচুর পানি পান করুন।
• সবুজ ফলমূল খান।
• ফেস মাস্ক ব্যবহার করুন।
• কিছু সময় পর পর হাত ধোঁয়ার অভ্যাস করুন এবং হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
• হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন।
• পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
• প্রচুর লেবু/টক খান।

বেশিরভাগ রোগ এমনেই সেরে যাবে ইনশা আল্লাহ; শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

পোষ্টটি বেশী করে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। যত বেশী সম্ভব তত মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছানো প্রয়োজন। আল্লাহ আমাদের এহেন পরিস্থিতি থেকে উদ্ধার করুন। আমাদের ক্ষমা করে দিন। (আমীন)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

লেখাঃ ডা. মেহেদী হাসান
(আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)


শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশা আল্লাহ !
#সংগৃহীত : ডা:  Isfaq Zaman

শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here