।। মামুন
সুলতান।।
নেই আর কোন
পথ খোলা নেই কারো দরজা
প্রেম আর
ভালোবাসা অবশিষ্ট নেই আর
কারো হাতে
নেই আর অপেক্ষমান চাবি
সবার চোখ
ছুঁয়েছে অচেনা এক কঠিন মাস্ক
সলাজ নয়নে
নেই আর আপন জনের খোঁজ
একে একে
বন্ধ হচ্ছে মায়ার বাঁধন
জীবনের
শ্রেষ্ঠ দৃশ্য চিত্রায়িত হবে বিশ্বমঞ্চে
এ করুণ
ট্রাজেডির কান্নায় স্তব্ধ পৃথিবী
ঘরে ঘরে
আহাজারি কেবল মৃত্যুর অপেক্ষায়
ভয়ানক
অন্ধকারে ক্রমান্বয়ে ডুবে যাচ্ছি আমরা
রাব্বি
নাফসি রাব্বি নাফসি বলে নীরব কান্নায়
ভেসে যাচ্ছে
অজানায় যেন কেয়ামতের মাঠে
কেবল ভেসে
বেড়ানো অস্থির অসহায় জীবন
দিনে দিনে
বেড়ে যাচ্ছে মানুষের আর্তনাদ
কেউ কি
দেখার নেই? মহাসংকটে উদ্ধার করো
বিজ্ঞান
পারে না দিতে সংকটে আশু সমাধান
কেবল তোমার
কাছে ফিরে ফিরে আসা প্রভু
আদ সামুদের
মতো বিরান করো না এ পৃথিবী
সংকটে পড়েছি
প্রভু তোমার অফুরান দয়া চাই
নিমিষে
মিটিয়ে দাও তোমার কুদরতি হাতে
মৃত্যুর
মহড়া আর ভালো লাগে না ভালো লাগে না।
লেখকঃ প্রাক্তন
সহকারী অধ্যাপক,
বিজ্ঞান ও
প্রযুক্তি কলেজ, সিলেট।
বিশিষ্ট কবি, সাহিত্যক, লেখক ও
গবেষক।
মোবাইলঃ
০১৭১২৬৮৩২০৩
0 coment rios:
You can comment here