Sunday, March 29, 2020

মসজিদ মন্দির গীর্জাসহ সকল উপসনালয়ের কর্তৃপক্ষ সমীপে -------------


।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।
  
নোভেল করোনা ভাইরাসজনিত কারণে সারা বিশ্বের মানুষ আজ গৃহবন্দি। এমনকি ধার্মিকদের কাছে তাঁদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ উপাসনালয়সমূহ থেকেও তাদেরকে দূরে থাকতে হচ্ছে। 
এমতাবস্থায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিশ্বের সকল মসজিদ মন্দির গীর্জা প্যারোডা ও অন্যান্য উপাসনালয়সমূহের ইমাম, পুরোহিত এবং উপাসনালয়সমূহের পরিচালনা কমিটি বরাবরে আমার সবিনয় নিবেদন আপনারা ইমাম/মুয়াজ্জিন/পাদ্রী/পুরোহিত ও কমিটির সদস্যদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করুনঃ-
১. উপাসনালয়ের আওতাধীন স্বচ্ছল ও অস্বচ্ছল ব্যক্তিদের তালিকা করে স্বচ্ছলদের নিকট থেকে দান-অনুদান সংগ্রহ করে অস্বচ্ছলদের মধ্যে পরিকল্পিতভাবে বিতরণের ব্যবস্থা করা।

২. কেউ অসুস্থ হলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব সেবা দেয়া। 

৩. সরকার ও বিভিন্ন ব্যক্তি বা সংস্থার গৃহীত জনকল্যাণমূলক কাজ সম্পর্কে সবাইকে অবগত করা এবং এসবের সুফল ভোগ করতে এলাকার সবাইকে সহযোগিতা করা। 

৪. গুজবে কান না দিয়ে সরকার অথবা উপযুক্ত নির্ভরযোগ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে সবাইকে গাইড করা।

৫. অর্থসহ মূল ধর্মগ্রন্থ বেশি বেশি পড়া এবং এর আলোকে নিজেদের জীবনকে মিলিয়ে নেয়ার চেষ্টা করতে সবাইকে উদ্বুদ্ধ করা। 

৬. আল্লাহর হক্ব ও পৃথিবীবাসীর হক আদায়ে যেসব ব্যর্থতা ও ত্রুটি রয়েছে সেসব সংশোধনের জন্য খাঁটি মনে তৎপরতা শুরু করতে এবং ভবিষ্যতে এসব দায়িত্ব পালনে প্রত্যয়ী হতে সবাইকে উৎসাহিত করা। 

৭. পরিবেশ পরিস্থিতির আলোকে সময়োপযোগী জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা এবং সবাইকে সম্পৃক্ত করা।

বিঃ দ্রঃ 
আমরা যে যেখানে আছি, সেখান থেকেই যে যে উপাসনালয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছি সেসব উপাসনালয়ের কর্তৃপক্ষ ও উপাসনাকারীদেরকে এ কাজে উৎসাহিত করি এবং নিজেরাও সক্রিয়ভাবে সম্পৃক্ত হই। আর পরিচিত অপরিচিত সবাইকে নিজ নিজ এলাকায় এ কাজ করতে উৎসাহিত করি। 
আপাতত প্রত্যেক উপাসনালয় কেন্দ্রিক কমিটি গঠন করে সামর্থ অনুযায়ী কাজ শুরু করুন। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরো অনেক করণীয় আমাদের সকলের রয়েছে। শীঘ্রই আমি পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে উল্লেখ করতে থাকবো ইনশাআল্লাহ। 

মনে রাখতে হবে বর্তমান লক ডাউন শেষ হলেই আমাদের দায়িত্ব পালন শেষ হবেনা। বরং অর্থনৈতিক ও সামাজিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা হতে চলেছে, এর রেশ কেটে উঠতে দেশ ও বিশ্বকে দীর্ঘকাল ব্যাপী কাজ করতে হবে। তাই স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি চিন্তা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি আপনাদেরকে অনেক ভূমিকা রাখতে হবে। তাহলে উপাসনালয়ের দিকে মানুষ দিন দিন আকৃষ্ট হতে থাকবে। 

আমি আমার স্বল্প সামর্থ দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করতে থাকবো আল্লাহর মর্জি হলে। 

আরো মনে রাখতে হবে সমাজ সেবার ক্ষেত্রে নিজ নিজ এলাকাকে অগ্রাধিকার দিতে হবে। কেনোনা নিকটজনদের হক বেশি। 

উপরোক্ত কাজটি হলো পর্যায় ১ এর অন্তর্ভূক্ত। পরবর্তীতে পর্যায় ২, ৩, ৪.........এভাবে চলতে থাকবে।
ইনশাআল্লাহ!

উল্লেখ্য আমি আমার নিজস্ব এলাকায় এ কাজ শুরু করে আপনাদের সবাইকে এ কাজ শুরু করার দাওয়াত দিচ্ছি।


লেখকঃ হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,  
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কৃর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715



শেয়ার করুন

Author:

1 comment:

You can comment here