Monday, March 30, 2020

কোরআন ও সহীহ সুন্নাহ এর সমন্বয়ে গ্রথিত হৃদয় সৈকতে দাঁড়িয়ে জান্নাত ও জাহান্নাম দেখা


।। মুহাম্মদ আতিকুর রহমান তারেক।।

মানব মনের চাহিদা ও জান্নাত যেখানে কেবলই সুখ, নেই কোনো দুঃখ, দুশ্চিন্তা ও হতাশা। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটির জীবনেও অনেক দুঃখ আছে। পৃথিবীতে এমন কোনো স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো প্রকার দুঃখ প্রবেশ করেনি । কিন্তু মানব মন এমন জীবন কামনা করে যে জীবনে থাকবে না কোনো দুঃখ, কেবলই থাকবে সুখ আর সুখ । এমন এক আবাসস্থল প্রত্যেক ব্যক্তির মনের চাহিদা, যেখানে কোনো দুঃখের প্রবেশাধিকার নেই । মানব মনের সেই চাহিদা পূরণ কেবল জান্নাতেই সম্ভব।
আল্লাহ তায়ালা বলেন: 
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ (34) الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ
অর্থাৎ, “আর (জান্নাতে প্রবেশের পর তারা বলবে) সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের কাছ থেকে সকল দুঃখ-কষ্ট দূরীভূত করে দিয়েছেন। অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল গুণগ্রাহী। যিনি তাঁর একান্ত অনুগ্রহে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোনো রকম কষ্ট স্পর্শ করে না। স্পর্শ করে না আমাদের কোনো রকম ক্লান্তি ও অবসাদ।” (আল-কুরআন, সূরা ফাতির, আয়াত: ৩৪-৩৫)
বিলাসী জীবন যার শুরু আছে শেষ নেই। মানুষ দুনিয়াতে যে সুখ শান্তি পায় তা স্থায়ী হয় না। সুখ শান্তি আজ আছে কাল নেই। একজন সুখে আছে ঠিকই, হঠাৎ দেখা যায় অসুখ-বিসুখ চেপে বসেছে আবার কখনো সুখী মানুষের জীবনে মৃত্যু এসে হানা দেয়। তাই মানব মন এমন এক সুখের স্থায়ী নিবাস কামনা করে, যেখানে সুখের শুরু আছে শেষ নেই। জীবন যেখানে ক্রমশ অধিকতর সুখের দিকে ধাবিত হবে আর তা ক্রমশ চলবে অনন্তকালব্যাপী। সেই বিলাসি আবাস হল অনন্ত সুখের জান্নাত।
আল্লাহ তায়ালা বলেন:
وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ
 অর্থাৎ, “আর যাদের চেহারা আলোক উজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তালার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে। তারা সেখানে থাকবে চিরদিন।” (আল-কুরআন, সূরা আল ইমরান: ১০৭)
আল্লাহ আরও বলেন:
مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ
অর্থাৎ, “তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু যা আল্লাহর কাছে আছে তা হবে স্থায়ী।” (আল-কুরআন, সূরা আন নাহল:৯৬)

চাওয়া-চাহিদা যত বড়ই হোক, অবশ্যই তা পূরণ হবে দুনিয়ার সবচেয়ে ধনী  ব্যক্তিটিও আরও পাওয়ার অতৃপ্তিতে ভুগে। দুনিয়ায় আরও পাওয়ার চাহিদা অপূর্ণই থেকে যায়। তাই মানুষের প্রয়োজন এমন এক জগত যেখানে যা চাইবে তা পাবে, যখন চাইবে তখনই পাবে। আর চাওয়া পাওয়ার জন্য তাকে কোনো তদবির ও পরিশ্রম করতে হবে না। এ চাহিদা পূরণের একমাত্র স্থান জান্নাত।

আল্লাহ তায়ালা বলেন:
وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ
অর্থাৎ, “আর যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে, তার সবই সেখানে মজুদ থাকবে।” (আল-কুরআন, সূরা যুখরুফ, আয়াত:৭১)
আল্লাহ তায়ালা আমাদেরকে স্থায়ী সুখের স্থান জান্নাত পাওয়ার নিমিত্তে দুনিয়ায় সেভাবে জীবন যাপন করার তাওফীক দান করুন। আমীন।

লেখকঃ ইমাম ও খতিব,
নিউক্যাল মুসলিম সেন্টার,
নিউক্যাসল, ইউ.কে.
সাবেক সুপার, দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা,
মঙ্গলপুর, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
ইমেইল: artquran1@gmail.com


শেয়ার করুন

Author:

1 comment:

  1. শুকরিয়া এ রকম ভাল লিখার জন্য

    ReplyDelete

You can comment here