স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা
কবির কবিতা গান,
স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে
একটি অবুজ সন্তান।
একটি অবুজ সন্তান।
স্বাধীনতা তুমি কৃষ্ণ চূড়ার ডালে
বর্ণিল বর্ণমালা,
বর্ণিল বর্ণমালা,
স্বাধীনতা তুমি ভোরের সূর্য বিকালে
গোধুলী বেলা,
গোধুলী বেলা,
স্বাধীনতা তুমি খেজুর পাতায় বাঁধা
হাজার চরকের প্রাণ।
হাজার চরকের প্রাণ।
স্বাধীনতা তুমি খোলা নীলিমার নীচে
উড়ে যাওয়া বকের সারি,
উড়ে যাওয়া বকের সারি,
স্বাধীনতা তুমি পরিপাটি ঘর আর
তুলনা বিহীন নারী,
তুলনা বিহীন নারী,
স্বাধীনতা তুমি বৈশাখে বয়ে যাওয়া
তিব্র চঞ্চল বান।
তিব্র চঞ্চল বান।
স্বাধীনতা তুমি পাপিয়া সুরের গানে
দূর কোকিল পাখি,
দূর কোকিল পাখি,
স্বাধীনতা তুমি মায়ের অশ্রু আর
কাজল মাখানো আঁখি
কাজল মাখানো আঁখি
0 coment rios:
You can comment here