Tuesday, March 24, 2020

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০২০, ইসলাম ও নৈতিক শিক্ষা, পঞ্চম শ্রেণি


ইমদাদুল হক যুবায়ের

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০২০

পঞ্চম শ্রেণি
বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায়: আকাইদ-বিশ্বাস

সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন উত্তরসহ

পর্ব-

(দুই মার্কস এর উপযোগী হয়ে পরীক্ষায় আসবে)

২১। আখিরাতমানে কী? আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ কোনটি?
 উত্তর: আখিরাতমানে পরকাল। আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ কবর।

২২। সওয়াল জওয়াবকথাটির মাধ্যমে কী বোঝানো হয়? যারা আমাদের সবকিছু লিখে রাখেন তাদের কী বলা হয়?
উত্তর: সওয়াল জওয়াবকথাটির মাধ্যমে বোঝানো হয় - প্রশ্ন ও উত্তর। যারা আমাদের সবকিছু লিখে রাখেন তাদেরকে কেরামান কাতেবিন বলা হয়।

২৩। আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা কী? কারা পৃথিবীতে ইজ্জত ও সম্মানের সাথে জীবন অতিবাহিত করে?
উত্তর: আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা ফরজ। যারা আল্লাহর বিধান অনুসারে চলে; তারা পৃথিবীতে ইজ্জত ও সম্মানের সাথে জীবন অতিবাহিত করে।

২৪। আমরা গাছপালা থেকে কী গ্রহণ করি? গাছপালা কীসের সাহায্যে মাটি থেকে পানি শুষে নেয়?
উত্তর: আমরা গাছ পালা থেকে অক্সিজেন গ্রহণ করি। গাছপালা শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি শুষে নেয়।

২৫। আমাদের ভবিষ্যত সম্পর্কে কে জ্ঞান রাখেন? ‘ওয়ালিকুল্লি ক্বাওমিন হাদিনঅর্থ কী?
উত্তর: আমাদের ভবিষ্যত সম্পর্কে জ্ঞান রাখেন আল্লাহ তায়ালা। ওয়ালিকুল্লি ক্বাওমিন হাদিনঅর্থ প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসছেন।

২৬। আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীলএটি কোন সূরার আয়াত?
উত্তর: আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীলএটি সূরা নিসার ১২ নং আয়াত।

২৭। চন্দ্র, সুর্য, পশু-পাখি, আলো-বাতাস, পাহাড়-পর্বত, এ সবকিছু আল্লাহ কেন সৃষ্টি করেছেন?
উত্তর: চন্দ্র, সুর্য, পশু-পাখি, আলো-বাতাস, পাহাড়-পর্বত, এ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য।

২৮। আমরা কোনো অপরাধ করলে বা আদেশ লঙ্ঘন করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন নাএর কারণ কী?
উত্তর: আমরা কোনো অপরাধ করলে বা আদেশ লঙ্ঘন করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন নাএর কারণ হলো- আল্লাহ অতি সহনশীল।

২৯। কবরে কয়টি প্রশ্ন করা হবে? মানুষ কার প্ররোচনায় পড়ে অন্যায় করে?
উত্তর: কবরে ৩টি প্রশ্ন করা হবে। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে।

৩০। একজন মানুষকে মুসলমান হতে হলে কোনটির প্রয়োজন?
উত্তর: একজন মানুষকে মুসলমান হতে হলে আখিরাতের উপর ইমান আনা প্রয়োজন।

৩১। কুরআন মজিদ কার কিতাব? নবি-রাসূলগণ কীভাবে আল্লাহর নিকট থেকে জ্ঞান লাভ করতেন?      
উত্তর: কুরআন মজিদ আল্লাহর কিতাব। নবি-রাসূলগণ ওহির মাধ্যমে আল্লাহর নিকট থেকে জ্ঞান লাভ করতেন।

৩২। আখিরাত সম্পর্কে আমরা কীভাবে জানতে পেরেছি? প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন, তারা কারা?
উত্তর: আখিরাত সম্পর্কে আমরা নবি-রাসূলগণের মাধ্যমে জানতে পেরেছি। প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন, তারা নবি-রাসূলগণ।

৩৩। কারা কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে? পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে, তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবর কেমন হবে?
ত্তর: যারা দুনিয়াতে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথে চলবে তারা কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে, তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাঁদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান।

৩৪। আল্লাহর গুণে কাকে গুণান্বিত করতে হবে? ‘তাখাল্লাক্বু বিআখলাক্বিল্লাহঅর্থ কী?
উত্তর: আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। তাখাল্লাকু বিআখলাক্বিল্লাহঅর্থ- তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।

৩৫। আখিরাত কাকে বলে? প্রত্যেক প্রাণিকে কিসের স্বাদ গ্রহণ করতে হবে?
উত্তর: মানুষের মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না। মৃত্যুর পরও এক জগৎ আছে। মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আখিরাত। প্রত্যেক প্রাণিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

৩৬। ওহি মানে কী? মুসলিম চরিত্রে থাকবে কার ভয়?
উত্তর: ওহি মানেআল্লাহর বাণী। মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়।

৩৭। আল্লাহর তায়ালার সবচেয়ে প্রিয় মানুষ কারা? নবি রাসূলগণের নিকট ওহি নিয়ে আসতেন কে?
উত্তর: আল্লাহর তায়ালার সবচেয়ে প্রিয় মানুষ হলেন-নবি-রাসূলগণ। নবি রাসূলগণের নিকট ওহি নিয়ে আসতেন জিবরাইল (আ.)।

৩৮। আখিরাতে পাপপুণ্য পরিমাপের যন্ত্রটির নাম কী? ইসলামে প্রতিটি জিনিসের মূল্য নির্ধারিত হয় কিসের ফলাফলের উপর?
উত্তর: আখিরাতে পাপপুণ্য পরিমাপের যন্ত্রটির নাম মিযান। ইসলামে প্রতিটি জিনিসের মূল্য নির্ধারিত হয় আখিরাতের ফলাফলের উপর।

৩৯। যেদিন আল্লাহ সমগ্র বিশ্বজগৎ ও সৃষ্টিকে ধ্বংস করে দিবেন সে দিনটির নাম কী? আল্লাহ সবকিছু দেখেন, শোনেন এবং সবকিছুর খবর রাখেন -এর ওপর আমাদের কী রাখতে হবে?
উত্তর: যেদিন আল্লাহ সমগ্র বিশ্বজগৎ ও সৃষ্টিকে ধ্বংস করে দিবেন সে দিনটির নাম কিয়ামত। আল্লাহ সবকিছু দেখেন, শোনেন এবং সবকিছুর খবর রাখেন- এর উপর দৃঢ় ইমান রাখতে হবে।

৪০। সব কিছুর মালিক আল্লাহ তায়ালা; এ ধারণায় যে বেঁচে থাকে তাকে তুমি কী বলবে? আমরা কথা দিয়ে কী রাখব?
উত্তর: সব কিছুর মালিক আল্লাহ তায়ালা; এ ধারণায় যে বেঁচে থাকে তাকে আমি ইমানদার ব্যক্তি বলব। আমরা কথা দিয়ে কথা রাখব।

প্রস্তুতকারী: 
ইমদাদুল হক যুবায়ের
সহকারী শিক্ষক,
(ইসলাম শিক্ষা)
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
জালালাবাদ সেনানিবাস, সিলেট।
ইমেইল: zubairjcpsc@gmail.com
মোবাইল: ০১৭১২৩৭৪৬৫০


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here