Monday, March 23, 2020

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০২০, পঞ্চম শ্রেণি, ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, আকাইদ-বিশ^াস সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন উত্তরসহ পর্ব-১



ইমদাদুল হক যুবায়ের।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০২০
পঞ্চম শ্রেণি
বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায়: আকাইদ-বিশ্বাস
সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন উত্তরসহ

পর্ব-১

(দুই মার্কস এর উপযোগী হয়ে পরীক্ষায় আসবে)

১। আমাদের পালনকর্তা কে? আমরা কার গুণে নিজেকে গুণান্বিত করব?
উত্তর: আমাদের পালনকর্তা আল্লাহ তায়ালা। আমরা আল্লাহ তায়ালার গুণে নিজেকে গুণান্বিত করব।

২। খালিকশব্দের অর্থ কী? আল-আসমাউল হুসনা বলা হয় কাকে?
 উত্তর: খালিকশব্দের অর্থ স্রষ্টা। আল্লাহ তায়ালার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে আসমাউল হুসনা বলা হয়।

৩। বাসিরুন  সামীউনশব্দের অর্থ কী?
 উত্তর: বাসিরুনশব্দের অর্থ সর্বদ্রষ্টা। সামীউনশব্দের শব্দের অর্থ সর্বশ্রোতা।

৪। সর্বশেষ নবির নাম কী? আখিরাতের স্বীকৃতি ও অস্বীকৃতি মানুষের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছে। যে ব্যক্তি আখিরাতের ওপরে বিশ্বাস করে না, তার পক্ষে কোন পথে চলা অসম্ভব?
উত্তর: সর্বশেষ নবির নাম হযরত মুহাম্মদ (সা.)। যে ব্যক্তি আখিরাতের ওপরে বিশ্বাস করে না, তার পক্ষে ইসলামের পথে চলা অসম্ভব।

৫। কাদীরুনশব্দের অর্থ কী? ‘ইন্নাকাআলা কুল্লি শাইইন ক্বাদীরঅর্থ কী?
 উত্তর: কাদীরুনশব্দের অর্থ সর্বশক্তিমান। ইন্নাকাআলা কুল্লি শাইইন ক্বাদীরঅর্থ নিশ্চয়ই তুমি সব বিষয়ে সর্বশক্তিমান

৬। হালিমুনঅর্থ কী? আল্লাহর গুণবাচক নামের মধ্যে সৃষ্টিকর্তাঅর্থ প্রকাশক নাম কোনটি?
উত্তর: হালিমুনঅর্থ অতি সহনশীল। আল্লাহর গুণবাচক নামের মধ্যে সৃষ্টিকর্তাঅর্থ প্রকাশক নাম খালিকুন

৭। গাফুরুনঅর্থ কী? আমাদের ভুল হলে আমরা সাথে সাথে কার কাছে ক্ষমা চাইব?
উত্তর: গাফুরুনঅর্থ অতি ক্ষমাশীল। আমাদের ভুল হলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব।

৮। রাসূলঅর্থ কী? নবি-রাসূলগণের মূল শিক্ষা কী ছিল?
উত্তর: রাসূলঅর্থ বার্তা বাহক। নবি-রাসূলগণের মূল শিক্ষা হলো-তাওহিদ, রিসালাত, দ্বীন, আখলাক, শরিয়ত ও আখিরাত।

৯। চিরস্থায়ী কষ্টের স্থান কোনটি? আগুনে পোড়ানো, সাপের দংশন, আরো নানা রকম কঠিন শাস্তি কোথায় দেওয়া হবে?
 উত্তর: চিরস্থায়ী কষ্টের স্থান জাহান্নাম। আগুনে পোড়ানো, সাপের দংশন, আরো নানা রকম কঠিন শাস্তি জাহান্নামে দেওয়া হবে।

১০। মুমিন কাকে বলে?
উত্তর: যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে।

১১। চিরস্থায়ী সুখের স্থান কোনটি? মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। সেখানে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান ও ফলফলাদি। সে স্থানের নাম কী?
উত্তর: চিরস্থায়ী সুখের স্থান জান্নাত। যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। সেখানে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান ও ফলফলাদি। সে স্থানের নাম জান্নাত।

১২। হাশরমানে কী? হাশরের ময়দানে আল্লাহর অনুগ্রহ পেতে হলে আমাদের কী করা উচিত?
উত্তর: হাশরমানে সমবেত হওয়া। হাশরের ময়দানে আল্লাহর অনুগ্রহ পেতে হলে আমাদের আল্লাহর হুকুম মেনে চলা উচিত।

১৩। আমরা একমাত্র কার ইবাদত করব? কোথায় আল্লাহর পরিচয় পাওয়া যায়?
উত্তর: আমরা একমাত্র আল্লাহ তায়ালার ইবাদত করব। আল্লাহর পরিচয় আল্লাহর সৃষ্টির মধ্যে পাওয়া যায়।

১৪। আমাদের দীনের নাম কী? নবি রাসূলগণের কাজ কী ছিল?
উত্তর: আমাদের দীনের নাম ইসলাম। নবি রাসূলগণের কাজ ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে সৎপথে পরিচালিত করা।

১৫। আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
 উত্তর: আমরা আল-হামদুলিল্লাহি রাব্বিল আলামীনবলে আল্লাহর শোকর আদায় করব। অর্থ: সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা।

১৬। আল্লাহর নির্দেশমত চলা কার বৈশিষ্ট্য?
উত্তর: আল্লাহর নির্দেশমত চলা একজন মুমিনের বৈশিষ্ট্য।

১৭। ইমান অর্থ কী? ইমানের ফল কী?
উত্তর: ইমানঅর্থ- বিশ্বাস স্থাপন করা। ইমানের ফল হলো- মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।

১৮। অর্থসহ আল্লাহর দুইটি গুণবাচক নাম লিখ।
উত্তর: আল্লাহু বাসিরুনশব্দের অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা। আল্লাহু সামীউনশব্দের অর্থ আল্লাহ সর্বশ্রোতা।

১৯। আল্লাহর আনুগত্যের নাম কী? ইসলামের খুঁটি কয়টি?
উত্তর: আল্লাহর আনুগত্যের নাম ইসলাম। ইসলামের খুঁটি পাঁচটি।

২০। আকিদাশব্দের বহুবচন কোনটি? তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কোনটি?
উত্তর: আকিদাশব্দের বহুবচন আকাইদ। তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস রিসালাত।

চলবে--

প্রস্তুতকারী: ইমদাদুল হক যুবায়ের
সহকারী শিক্ষক,
(ইসলাম শিক্ষা)
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
জালালাবাদ সেনানিবাস, সিলেট।
ইমেইল: zubairjcpsc@gmail.com
মোবাইল: ০১৭১২৩৭৪৬৫০


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here