Friday, March 20, 2020

ছড়া-কবিতা করোনার কথা


স্বরূপ গুপ্ত

ভাইরাস করোনার অভিশাপ
বিশ্বে দিয়েছে নাড়া,
চারিদিকে আজ মৃত্যুর ছাপ
মানুষ দিশেহারা।


সময় শুধু যাচ্ছে গড়িয়ে,
হচ্ছে না প্রতিকার;
প্রতি মুহূর্তে পড়ছে ছড়িয়ে,
প্রতিরোধ দরকার।

রোগী বা বৃদ্ধ বেশি ঝুঁকিতে
আর দুর্বল ফুসফুস,
অবোধ মানুষ চায়না বুঝিতে,
নেই যেন কোনো হুঁশ।

মানুষের ছোঁয়া আর ভীড় এড়ানো
হলো যখন উপায়,
বন্ধ হোক সকল বেড়ানো,
ভ্রমণ যেথায়-সেথায়!

ভাবনা গভীর, পৃথিবী স্থবির,
নিশ্চিহ্নের যে ভয়;
হুজুগে বাঙালি এতই কাঙালি
করে খাদ্যের সঞ্চয়!

এসো সবে হই সাবধান,
করি অভ্যাস হাত ধোয়া,
করি মানুষের কল্যাণ,
সাথে প্রার্থনা আর দোয়া।

লেখকঃ সহকারী শিক্ষক,  জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।  মোবাইলঃ ০১৭১৭৭৩২১৬৪ ইমেইলঃ swarup029@gmail.com






শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here