এ পৃথিবীতে এসেছি একাকী !
কবরেও যাব একাকী !
কিয়ামতের দিন উপস্থিত হবো একাকী !
করোনা ভাইরাসের সংক্রমনে ভাগ্যে জুটে ভয়ানক একাকিত্ব! কেউ যেতে চায়
না কাছে।
স্মরণ করি মহান মাবুদের অমোঘ বাণী --
وَكُلُّهُمْ آَتِيهِ يَوْمَ الْقِيَامَةِ
فَرْدًا
অর্থাৎ, “আর
কেয়ামতের দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে।” (আল-কুরআন, সূরা মারইয়াম,
আয়াত: ৯৫)
এ সকল একাকিত্বে কেউ কি সংগী হবে ?
স্মরণ করতে পারছেন সেই প্রিয় সংগীকে ?
সেই সংগী হবে আপনার আমার 'আমল '
!
আসুন, অখন্ড এ
অবসরে আমরা আমাদের আমলের ভান্ডারকে সমৃদ্ধ করে ফেলি। আল্লাহ যেন আমাদের সবাইকে
তাওফীক দান করেন। আমীন !!!
লেখকঃ অধ্যক্ষ, শাহজালাল
জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা,
পাঠানটুলা, সিলেট।
0 coment rios:
You can comment here