Saturday, March 28, 2020

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০২০, পঞ্চম শ্রেণি, ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, শূন্যস্থান পূরণ নমুনা প্রশ্ন উত্তরসহ, পর্ব-১


।। ইমদাদুল হক যুবায়ের।।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০২০
পঞ্চম শ্রেণি
বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায়
(আকাইদ - বিশ্বাস)  
শূন্যস্থান পূরণ নমুনা প্রশ্ন উত্তরসহ

পর্ব-১

১। সোনালি ধান, বন-বাগান, গাছ-গাছালি এসব নিদর্শনের ভিতরে যাবতীয় গুণের প্রকাশ পেয়েছে ------------। (আল্লাহ তায়ালার)

২। একজন মানুষ আল্লাহর বিধানগুলো মেনে চলতে চায় । এক্ষেত্রে প্রথমেই তাকে ----------------------উপর বিশ্বাস স্থাপন করতে হবে। (আল্লাহর অস্তিত্বের)

৩। প্রতিনিয়তই আমরা অসংখ্য নিয়ামত ভোগ করি। এ জন্য আমাদের ----------------- শোকর আদায় করা উচিত। (আল্লাহর)

৪। হযরত ইবরাহীম (আ.) আল্লাহর প্রেরিত একজন নবি ও রাসূল। যে কাজে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন সেই দায়িত্বের নাম----------------। (রিসালাত)

৫। হযরত জিবরাইল (আ.) নবি রাসুলগণের কাছে যে ওহি নিয়ে আসতেন তা আমরা জানতে পারব ------------------ সমূহ থেকে। (আসমানি কিতাব)

৬। কবরে সঠিক জওয়াব দিতে চাইলে এ জীবনে আমাদের---------------এর কথামত চলা উচিত। (আল্লাহ ও তাঁর রাসূল (সা.)

৭। একটা সময় আসবে যখন আল্লাহর ওপর বিশ্বাস রাখার মতো একজন মানুষও আর অবশিষ্ট থাকবে না। আল্লাহ তায়ালা তখন এ ----------------------ধ্বংস করে দেবেন (বিশ্বজগৎ)

৮। শিক্ষক মহোদয় ক্লাসে বললেন, আমাদের রিজিকের একমাত্র মালিক আল্লাহ তায়ালা। এর মাধ্যমে ---------------  প্রকাশ ঘটেছে। (তাওহিদের)

৯। আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ জানার জন্য তোমাকে -----------------------এর জ্ঞান অর্জন করা উচিত। (আল্লাহর আইন ও বিধান)

১০। নদ-নদী, খাল-বিল ও পুকুরের পানি আমরা ব্যবহার করি। তাই আমাদের এ সবের পানি যাতে------------------ থাকে সে রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। (বিশুদ্ধ)

১১। কবরে জাহান্নামিদের কঠিন শাস্তি দেওয়া হবে। --------------------- মেনে চললে আমরা কবরের আজাব থেকে রক্ষা পাব। (নবির নির্দেশ)

১২। আল্লাহ এ পৃথিবী সৃষ্টি করেছেন। আর আমাদের সৃষ্টি করেছেন তাঁর -------------------এর জন্য। (ইবাদত)

১৩। মহান আল্লাহ ----------------- এর মাধ্যমে মানুষের চিরদিনের জন্য পানির সরবরাহ নিশ্চিত করেছেন। (পানিচক্র)

১৪। আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমদের জন্য ---------------------- । (ফরজ)

১৫। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁরগুণাবলী, বিধান এবং পুরষ্কার ও শাস্তি সম্পর্কে জানে ও অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় -----------------------। (মুমিন)
১৬। নবি ও রাসূলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম ----------------------- । (ওহি)
১৭। তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হওউক্তিটি করেছেন ------------------ । (মহানবি (সা.)

১৮। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য ------------------------- অপরিহার্য।  (অক্সিজেন)

১৯। গাছপালার খাদ্য তৈরির জন্য ----------------- অপরিহার্য। (কার্বন ডাইঅক্সাইড)

২০। শ্বাস নেওয়ার জন্য আমরা -----------------  গ্রহণ করি। (অক্সিজেন)

চলবে----


প্রস্তুতকারী: ইমদাদুল হক যুবায়ের,
সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
জালালাবাদ সেনানিবাস, সিলেট।
ইমেইল: zubairjcpsc@gmail.com
মোবাইল: ০১৭১২৩৭৪৬৫০


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here