Sunday, March 22, 2020

ছড়া-কবিতা বিশ্ব সেরা মাগো তুমি


রাগিব আহমদ রুহেল

বিশ্ব সেরা মাগো তুমি
আদর ভরা মুখ,
তোমার কথা পড়লে মনে
ব্যাথায় ভাঙ্গে বুক।

গর্ভে মাগো কষ্ট দিলাম
শিশু কোলে যন্ত্রণা,
বিপদ আপদ মুছিবতে
পাই যে তোমার সান্ত্বনা।

হৃদয় রাজ্যে হিরক খনি
আমার প্রিয় মা জননী,
তোমার দানের বদলা আমি
কেমনে দিবো নাহি জানি।

লেখকঃ সহ-সভাপতি,  দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ ও
স্বত্বাধিকারীরা,  খাদিজা ফার্মেসী,  রাগিব রাবেয়া মেডিকেল কলেজ , পাঠানটুলা,  সিলেট।
মোবাইলঃ  01710-809477


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here