কবিতা- প্রার্থনা
মামুন সুলতান
পৃথিবীতে যে আতঙ্ক ধাওয়া করছে মনে দেহে
ধ্বংসের দোর গোড়ায় দাঁড়িয়েছে অদম্য মানুষ
সমস্ত সুন্দর খেতে হা করেছে যে দানব
মানুষ তাড়ানো দৈত্য তার আস্ফালনে
বড্ড অসহায় হয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি
হে প্রভু তোমার কাছে কেবল আমাদের আশ্রয়
সৃষ্টির সুন্দরে তুমি আনন্দে উদ্বেল হও
সমুদ্র ঢেউয়ে নেচে উঠে তোমার করুণার উচ্ছ্বাস
সবুজ অরণ্যে শুধু মূখরিত হয় তোমার মহিমা
শঙ্খের গভীরে রাখো অমূল্য গুপ্তধন
পাপের পাহাড়ে চড়ে আমরা ঘুরেছি এতকাল
তাই পাঠিয়ে দিয়েছো আজাবের অজগর
তুমি মহাশক্তিধর তোমাকে চিনেছি আজ
করোনার কাঁটাবিষ তুলে নাও প্রভু
প্রশান্তিতে পূর্ণ করো পুনরায় মানুষের বাড়িঘর
আদমের মতো আমরা তোমার দরবারে তুলি হাত
মাপ করো দাও প্রভু ক্ষমা করো অসীম অনাচার
আমরা খুব অসহায় তোমার রহম দাও প্রভু
করোনার বিষে আর ধ্বংস করো না বিশ্বচরাচর।
লেখকঃ প্রাক্তন সহকারী অধ্যাপক, বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিলেট।
উপস্থাপক, কবি ও গবেষক
0 coment rios:
You can comment here