ছড়া-কবিতা লকডাউন
শাহজাহান শাহেদ
.
লকডাউন এয়ারপোর্ট, বিমানের ফ্লাইট
গাড়ি-ঘোড়া, জলযান চলাচলে টাইট
লকডাউন ব্যাংক-বীমা, গঞ্জ আর টাউন
কোর্ট-আদালত, সংসদে লকডাউন।
.
লকডাউন ভার্সিটি-মাদ্রাসা-স্কুল
মসজিদ, মন্দির হাফ কিবা ফুল
লকডাউন মাহফিল, লক সমাবেশ
যাপিত জীবনে লক স্থির পরিবেশ।
.
লকডাউন মার্কেট, ফার্মেসি লক
কোম্পানি-কারখানা হয়ে আছে ব্লক
লক যেন কোটি কোটি শ্রমিকের হাত
'করোনা'র ভাইরাসে সব হলো কাত।
.
ভাইরাস রোধে চলে যত আয়োজন
'ডিস্ট্যান্সিং' আর 'আইসোলেশন'
সন্দেহ হলে রাখে 'কোয়ারেন্টাইন'
'করোনা'র প্রতিরোধে এটা নাকি আইন!
.
লকডাউন আমেরিকা, ইতালি ও ফ্রান্স
তুর্কি, আরব, চীন কার আছে আসান?
লকডাউন পৃথিবীটা, লক চারিদিক
তবুও অবোধ জাতি হয় কী রে ঠিক?
.
(২৬ মার্চ ২০২০ ইং)
0 coment rios:
You can comment here