Saturday, March 21, 2020

ছড়া-কবিতা, করোনা ভাইরাস যাবে চলি


আব্দুল আউয়াল।

দেখা যায় না, ধরা যায় না
শক্তি দিয়ে পারা যায় না,
জগতে নেই কেউ তারে ডরে না
তবুও সে পিছ ছাড়ে না।

এমন শক্তি পেলো কোথায়?
খুঁজে দেখো ভাবনা চিন্তায়,
জগতে ঘুরছে তারা কার ইশারায়?
ধরাতে এলো কেন এ জামানায়?

অবাধ্য হয়েছে মানব জাতি
হয়েছে বেপরোয়া বিপথগামী
পাপাচারে ভরেছে এ ধরণী
গাইছে তাগুতের জয়োধ্বনি।

জগত স্রষ্টাকে গিয়েছে ভুলি
হয়েছে স্বৈরাচার জালেমশাহী
মাজলুমের কান্না আহাজারি
আকাশ বাতাস হয়েছে ভারি।

যে জমিনে পাপের পাল্লা হয় ভারি
নেমে আসে আযাব গযব মহামারি
কুরআন সুন্নাহ অধ্যয়ন করি
অতীত ইতিহাস দেখো পড়ি।

মশার চেয়ে ছোট প্রাণী
তার নিকট ধরাশায়ী বিশ্ববাসী!
তবুও রয়েছে কী বুঝার বাকি?
পাঠিয়েছেন আল্লাহ কর্মের পরিণতি!

এসো মোরা সকলে মিলি
প্রভুর তরে তওবা করি
তাঁর পথে ফিরে আসি
ধর্মীয় অনুশাসন মেনে চলি।

হতে পারলে প্রভুর অনুগামী
ভালো হবে কর্মের পরিণতি
তিনি দিবেন ক্ষমা করি
করোনা ভাইরাস যাবে চলি।।


লেখকঃ ল্যা:কর্পো:অব:
আব্দুল আউয়াল, বাংলাদেশ সেনাবাহিনী;
বর্তমানে কুয়েত সেনাবাহিনীতে কর্মরত।

তারিখঃ কুয়েত, ২১ মার্চ ২০২০


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here