Tuesday, March 24, 2020

লেখক জিবলু রহমানের নতুন দুটি বই


মুনশী ইকবাল

আমাদের লেখালেখি জগতের পরিচিত মুখ জিবলু রহমান।  সম্প্রতি তার দুটো নতুন বই বেরিয়েছে। নামকরা প্রচ্ছদ শিল্পী আহমেদ ফারুকের করা চমৎকার প্রচ্ছদে প্রথমেই বইগুলো মুগ্ধ করবে পাঠককে। ‘পার্বত্য চট্টগ্রাম-সমস্যা ও সমাধান (১৯৭২-১৯৯৮)’ ও ‘ভাষা আন্দোলন ১৯৫২’ নামে গবেষণাধর্মী বই দুটো প্রকাশ করেছে শ্রীহট্ট প্রকাশ। কেউ চাইলে লেখক ও প্রকাশকের ০১৭১১-১৫৪৬৮২ এই নম্বরে যোগাযোগ করে বিশেষ কমিশনে শ্রীহট্ট প্রকাশ থেকে আগেবাগে বইগুলো নিতে পারেন।

পার্বত্য চট্টগ্রাম-সমস্যা ও সমাধানঃ পার্বত্য চট্টগ্রাম-সমস্যা ও সমাধান ১৯২ পৃষ্ঠার এই বইটির দাম রাখা হয়েছে ৪৫০ টাকা। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, সমস্যার সূত্রপাত যেখান থেকে, শান্তিবাহিনীর আত্মপ্রকাশ এবং...., এরশাদের আমলে সমস্যা সমাধানের চেষ্টা, খালেদা জিয়া সরকারের প্রচেষ্টা, শান্তিচুক্তির বার্তা যেখান থেকে শুরু, শান্তিচুক্তি, শান্তিচুক্তির বিরোধীতা ও আন্দোলন, শান্তিবাহিনীর অস্ত্রসমপর্ণ, বিরোধী দলের আপত্তির মুখে সংসদে বিল পাস, পার্বত্য চট্টগ্রাম অভিমুখে খালেদা জিয়ার লংমার্চ এই এগারোটি আলাদা আলাদা শিরোনামে বইটি সাজনো হয়েছে। এগুলোর বাইরে আরো আটটি পরিশিষ্ট যোগ করা হয়েছে। ফলে বইটিতে পাঠক পুরো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে আলোচিত সময়ের একটি ঐতিহাসিক চিত্র খুঁজে পাবেন। পাবেন অনেক দালিলিক প্রমাণাদির তথ্যচিত্র। লেখক বইটি উৎসর্গ করেছেন তার নানী জয়তুরা বিবিকে।

ভাষা আন্দোলন ১৯৫২ঃ ভাষা আন্দোলন ১৯৫২ বইটি আমাদের মহান ভাষা আন্দোলনের ইতিহাসের পর্যালোচনা ভিত্তিক একটি চমৎকার বই বলা যায়। ৩৫২ পৃষ্ঠার এই বইয়ে বত্রিশটি অধ্যায়ে লেখক সেই পলাশীর আম্রকাননে বাঙালির স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দেবার চেষ্টা করেছেন। এর প্রথম অধ্যায় তিনি শুরু করেছেন পলাশির মাঠে বাঙালির অধিকার হরণ দিয়ে আর শেষ করেছেন দ্বাত্রিংশ অধ্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়ে। মানসম্পন্ন কাগজে ঝকঝকে ছাপা এই বইটির দাম রাখা হয়েছে ৬৫০ টাকা। লেখক বইটি উৎসর্গ করেছেন সিলেটের খ্যাতিমান সাংবাদিক নেতা এবং সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের বারবার নির্বাচিত (সাবেক) সভাপতি মুকতাবিস্-উন্-নূর কে।



লেখক: মুনশী ইকবাল, সাংবাদিক-লেখক-কবি।
সিলেট ব্যুরো প্রধান, আওয়াজ বিডি। 
স্টাফ রিপোর্টার ও অনলাইন ইনচার্জ দৈনিক জালালাবাদ, কুদরত উল্লাহ মার্কেট  ৩য় তলা বন্দরবাজার সিলেট। 
নিউজ ইনচার্জ জাগো সিলেট ডট নিউজ, কাকলী শপিং সেন্টার ৪র্থ তলা, জিন্দাবাজার সিলেট। 
সদস্য, সিলেট প্রেসক্লাব। 
সহ সাধারন সম্পাদক, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব সিলেট ওজাস।  মোবাইল-০১৭৩১-৫৩৪০৩৮। 
ইমেইল: iqbal99x@gmail.com


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here