কবিতা- এই যুদ্ধে কোনো শত্রুপক্ষ নেই
।। মামুন সুলতান।।
পৃথিবীর সব চেষ্টা ব্যর্থ করে দাবিয়ে বেড়ানো
ছোঁয়াচে সংক্রামক খেয়ে ফেলছে মানবজীবন
জার্মান ইতালি চীন আমেরিকার জাত্যাভিমান
সাম্রাজ্যবাদীর রক্ত খেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দেশে
দুরন্ত খ্যাপার মত গলা চেপে হরণ করছে প্রাণ
আর কোথায় পালাবে অসহায় মানব জাতি
ভরসার সব আশা ছিন্ন করে নিরাশায় নিদ্রাহীন
সংকটে দাঁড়িয়ে আছে তাবৎ পৃথিবীর বণি আদম
এটাও তো একযুদ্ধ এই যুদ্ধে কোন শত্রুপক্ষ নেই
কার বিরুদ্ধে দাগাবে আনবিক যুদ্ধ কামান
মানুষ মারার অস্ত্র কোন কাজে লাগলো না আর
অকেজো সেই অস্ত্রের দোকানিরা বড় অসহায়
অতিশয় সেই অক্ষম দানবের দঙ্গলেরা
কী আর বলবে এখন উপায়হীন সময়ে
কোন মহাশক্তির কাছে বাঁচার প্রার্থনা করবে
সব পরাশক্তি পরাজয়ের গ্লানিতে কোন গুহায় লোকাবে তাদের মুখ? আহারে জীবন!
আকাশ বিদীর্ণ হলে আকাশের পথ জানা নেই
অনন্ত সড়ক পথে ড্রোন থেমে যাবে অনায়াসে
মঙ্গলগ্রহে কেনা নেই অবকাশ অবসরভবন
অসহায় হয়ে গেছো আমাদের মত সাধারণ তুমি
এবার থামো এখানে ভেবে দ্যাখো
তোমার সোনালি চোখে ঈর্ষার আগুন নেভাও
ভেঙ্গে ফেলো দম্ভঘর
মিথ্যার ফানুসে ওড়ে আর দিয়ো না ধ্বংসের হুঙ্কার
সামান্য ভাইরাসের কাছে বারবার হেরে গেলে প্রভু
মানুষের শ্রেষ্ঠতর উপমা খুব ছোট হয়ে যাবে
এই পৃথিবীর কাছে
মানুষ শ্রেষ্ঠ থাকুক আঠারো হাজার সৃষ্টির কাছে।
লেখকঃ বিশিষ্ট কবি ও উপস্থাপক
0 coment rios:
You can comment here