Wednesday, April 1, 2020

আল-কুরআনের ছড়া


।। কামরুল আলম।।
.
অবশ্যই আল্লাহ কভু লজ্জা করেন না যে
মাছির মতো তুচ্ছ বিষয় দেন উপমা-কাজে
সত্য যারা গ্রহণকারী, তারা এসব দেখে-
বুঝতে পারে এসব আসে রবের পক্ষ থেকে।
.
সত্য যারা করতে গ্রহণ নয়কো মোটে তৈরি
তাদের লাগি এই উপমা অনেক বড়ো বৈরি!
তারা বলে, এদের সাথে কী সম্পর্ক রবের-
কী প্রয়োজন টেনে আনার তুচ্ছ জিনিস সবের?
.
এভাবেই আল্লাহ তায়ালা একই কথা দিয়ে-
কাউকে ফেলেন অন্ধকারে, গোমরাহিতে নিয়ে
কাউকে আবার দেন দেখিয়ে সরল-সোজা পথ
মিথ্যাবাদী কাফিররা তো জানায় ভিন্নমত।
.
তাদেরকেই আল্লাহ তায়ালা গোমরাহিতে রাখে
ফাসেক যারা, ঈমানহারা, গোমরাহিতে থাকে
এবং যারা ওয়াদা করে শক্তভাবে, আর-
নিজেরাই ভঙ্গ করে নিজের অঙ্গীকার।
.
যে বিষয়ে জোড়ার হুকুম করেন নিজে রব
সে বিষয়টা কাটে যারা ইচ্ছেমতো সব
সৃষ্টি করে কেবল ফ্যাসাদ জমিনজুড়ে, তাই-
ধ্বংস হবে; ক্ষতিগ্রস্ত হবে যে এরা-ই।
.
[সূরা বাকারাহ'র ২৬ ও ২৭ নং আয়াতের তরজমা অবলম্বনে]

লেখকঃ
বিভাগীয় সম্পাদক, দৈনিক জালালাবাদ 
বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক   


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here