Thursday, April 16, 2020

আল্লাহর দয়া পেতে হলে সৃষ্টিকে দয়া করতে হবে-- পর্ব-২


।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।

পূর্ব প্রকাশিত হওয়ার পর

সৃষ্টির প্রতি দয়া দেখানোর উপায়ঃ

 এ মূহুর্তে আমাদের কাজ ২ প্রকারঃ---

১.  ব্যক্তিগত ও
২.  সামষ্টিক।
ব্যক্তিগতঃ-----
১. অতীতের ভুল ভ্রান্তির জন্যে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকা এবং সংশোধনের উদ্যোগ নেয়া।

২. বোঝে শোনে মূল ধর্মগ্রন্থ বেশি বেশি পাঠ করা এবং এর আলোকে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করতে থাকা।

৩. যেসব মানুষ বা গোষ্ঠীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কষ্ট দিয়েছি, তাদেরকে খুশি করার প্রাণপণ চেষ্টা করতে থাকা।

৪. ঘনিষ্ট ও আশেপাশের মানুষদেরকে সাধ্যানুযায়ী সহযোগিতা অব্যাহত ও সুসম্পর্ক বজায় রাখা।

সামষ্টিকঃ---

সামষ্টিক কাজকে ক্ষুদ্র পরিসরে ও বৃহৎ পরিসরে --এ দু' ভাগে ভাগ করা যেতে পারে।

ক্ষুদ্র পরিসরে------------
নিজ নিজ প্রভাবাধীন এলাকার মসজিদ/মন্দির/গীর্জা/উপাসনালয় কেন্দ্রিক মানবসেবা টিম গঠন করা।

টিমের গঠন প্রণালীঃ
এ টীম হবে ইমাম/পুরোহিত, উপাসনালয় কমিটির প্রধান বা তাঁর প্রতিনিধি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে।

উপাসনালয়ের প্রধান বা তাঁর প্রতিনিধিকে সভাপতি ও ইমাম/পুরোহিতকে সদস্য সচিব করলে ভালো। তবে প্রয়োজনে এর ব্যতিক্রমও করা যেতে পারে।
টিমের কাজঃ
ক) এ টিম উপাসনালয়ের আওতাধীন স্বচ্ছল ও অস্বচ্ছল ব্যক্তিদের তালিকা করবে।

খ) স্বচ্ছলদের থেকে সহযোগিতা সংগ্রহ করে পরিকল্পিতভাবে অস্বচ্ছলদের মধ্যে বন্টন করবে।

গ) অস্থানীয় স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সহযোগিতা সংগ্রহ করে অসুবিধাগ্রস্তদের মধ্যে বন্টন করবে।

ঘ) সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রশাসন ও জনপ্রতিনিধিগণের মাধ্যমে আদায় করে হকদারদের কাছে পৌঁছিয়ে দিবে।

ঙ) কর্মহীনদেরকে কৃষিকাজ বা অন্যান্য উপায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

চ) তাছাড়া স্থানীয় প্রয়োজনের আলোকে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।

এ পদ্ধতি বাস্তবায়িত হলে সকল প্রকার সমাজসেবা কার্যক্রমের মধ্যে সমন্বয় ও ভারসাম্য আসবে। নতুবা বর্তমান পদ্ধতিতে কেউ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, কেউবা সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে।

অনুরূপ ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/জেলা পর্যায়ে জনপ্রতিনিধি এবং স্থানীয় কমিটি করে সমন্বয় করলে সরকারি সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে।

জাতীয় পরিসরে................
বর্তমানে জাতীয় ও বৈশ্বিক দুর্যোগ চলছে। সুতরাং জাতীয়ভাবেই এর মোকাবিলা করতে হবে। এ জন্যে চাই জাতীয় ঐক্য এবং অতীতের ভুল ভ্রান্তি মুছে ফেলে সম্মিলিতভাবে এগিয়ে যাবার প্রবল সদিচ্ছা।

জাতীয় ঐক্য ও এগিয়ে যাবার ইচ্ছার বাস্তবায়নের জন্যে জাতীয় দায়মুক্তির কর্মসূচির বিকল্প নেই। (অবশ্য জাতীয় দায়মুক্তি পালন সংক্রান্ত বিস্তারিত আমার শান্তির ডাক ও প্রগতির ডাক বই দু'টিতে উল্লেখ করেছি। প্রয়োজনে উক্ত লেখাটি ফেইসবুকে পুণরায় দেয়া যেতে পারে। অবশ্য এর বাস্তবায়ন কৌশল বর্তমান প্রেক্ষাপটের অনুকূলে গ্রহণ করা যেতে পারে।) মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি পেলে এর আহ্বান এবং বিস্তারিত কর্মকৌশল ঘোষণা করতে পারি।

তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বুদ্ধিজীবীগণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা অব্যাহত রাখা দরকার।

এ প্রচেষ্টায় আমাদের সকলের পরিচিত মহলকে ব্যাপকভাবে কাজে লাগানোর প্রচেষ্টা জোরদার করা অতীব প্রয়োজন।

এ মহতি কাজে আপ্রাণ চেষ্টা করে বিফল হলেও সদিচ্ছার কারণে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে ইনশাআল্লাহ।

 প্রস্তাবকারীঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,  
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল: 
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber 
শুভেচ্ছা টিভি - Shuveccha TV 
Facebook: 
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী  
    




শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here