Wednesday, April 1, 2020

ঘরে বসে ব্যাকরণ শিখি, পর্ব-৪, নবম শ্রেণি, প্রকৃতি ও প্রত্যয়


।। মোঃ আব্দুল হান্নান।।

বিষয়ঃ প্রকৃতি ও প্রত্যয়
 শ্রেণি: নবম ও দশম


প্রাতিপদিক: বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। 
যেমন : কলম, হাত, বই ইত্যাদি।

সাধিত শব্দ: মৌলিক শব্দ ছাড়া অন্যসব শব্দকে সাধিত শব্দ বলে। 
যেমন : হাতা, গরমিল, দম্পতি ইত্যাদি। 

সাধিত শব্দ দুই প্রকার। যেমন: নাম শব্দ ও ক্রিয়া।

প্রত্যেকটি সাধিত শব্দ বা নাম শব্দেরও ক্রিয়ার দুটি অংশ থাকে। 
যেমনঃ
এক: প্রকৃতি ও
দুই:  প্রত্যয়।

এক: প্রকৃতি
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে । 

প্রকৃতি দুই প্রকার । যেমন : 
ক) নাম প্রকৃতি ও 
খ) ক্রিয়া প্রকৃতি বা ধাতু ।

ক) নাম প্রকৃতি: হাতল, ফুলেল , মুখর - এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই -
হাত+ল=হাতল (বাঁট) ,
ফুল+এল=ফুলেল (ফুলজাত) ও
মুখ+র=মুখর (বাচাল)। হাত, ফুল ও মুখ ইত্যাদি শব্দকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি ।

খ) ক্রিয়া প্রকৃতি বা ধাতু: আবার চলন্ত , জমা ও লিখিত-শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই -
চল্+অন্ত=চলন্ত (চলমান) ,
জম্ +আ= জমা (সঞ্চিত) ও
লিখ্+ইত= লিখিত (যা লেখা হয়েছে) । এখানে চল্ , জম্ ও লিখ্ তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ । এদের বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু ।

দুই: প্রত্যয়
শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলো:

১। নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ
হাত + ল = হাতল
ফুল + এল = ফুলেল
মুখ + র = মুখর

২। ক্রিয়া প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ
চল্ + অন্ত = চলন্ত
জম্ + আ = জমা

৩। বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়। 
যেমন : 
(ক) তদ্ধিত প্রত্যয় ও 
(খ)  কৃৎপ্রত্যয়।

(ক) তদ্ধিত প্রত্যয়: শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন: হাতল, ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল, এল ও র তদ্ধিত প্রত্যয়।

(খ) কৃৎপ্রত্যয়: ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কৃৎপ্রত্যয়। যেমন: চলন্ত, জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত, আ ও ইত কৃৎপ্রত্যয়।

৪. তদ্ধিতান্ত শব্দ: তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। যেমন: হাতল, ফুলেল ও মুখর।

৫. কৃদন্ত শব্দ: কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। যেমন: চলন্ত, জমা ও লিখিত।

চলবে ------


রচনায়ঃ

মোঃ আব্দুল হান্নান
প্রভাষক (বাংলা)
লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ
লক্ষীপুর, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
ইমেইলঃ ridoy.shagor121@gmail.com
মোবাইলঃ ০১ ৭২৩৮১১৪৪৪


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here