।। মোঃ আব্দুল হান্নান।।
‘ক্ষ’ ও ‘ঞ্জ’ উচ্চারণের নিয়ম
এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের পরীক্ষা প্রস্তুতি
‘ক্ষ’ ও ‘ঞ্জ’ উচ্চারণের নিয়মঃ
উদাহরণসহ ‘ক্ষ’ ও ‘ঞ্জ’ উচ্চারণের নিয়ম নিম্নে তুলে ধরা হলো :
(ক) শব্দের প্রথমে ‘ক্ষ’ থাকলে তার উচ্চারণ হয় ‘খ’। যেমন—ক্ষমতা (খমতা) ক্ষমা (খমা), ক্ষণ (খন্) ইত্যাদি।
(খ) শব্দের মাঝে বা শেষে ‘ক্ষ’-এর উচ্চারণ ‘ক্খ’ হয়ে থাকে। যেমন— দক্ষতা (দোকখোতা), পক্ষ (পোকখো)।
(গ) শব্দের মাঝে ‘জ্ঞ’-এর উচ্চারণ গ্যঁ-এর (গ) মতো হয়। যেমন—জ্ঞান (গ্যাঁন্), জ্ঞাপক
(গ্যাঁপোক্) ইত্যাদি।
(ঘ) শব্দের আদিতে ‘জ্ঞ’-এর উচ্চারণ গঁ বা গ্যঁ-এর মতো হবে। যেমন—জ্ঞাপন (গ্যাঁপোন্),
অজ্ঞান (অগ্গ্যাঁন্), বিজ্ঞপ্তি (বিগগোঁপিত) ইত্যাদি।
(ঙ) শব্দের অন্তে ‘জ্ঞ’ থাকলে উচ্চারণ গঁ, বা গোঁ-এর মতো হবে। যেমন—অবজ্ঞা (অবোগ্গাঁ), অজ্ঞ (অগগোঁ), বিজ্ঞ (বিগেগাঁ) ইত্যাদি।
রচনায়ঃ
মোঃ আব্দুল হান্নান
প্রভাষক (বাংলা)
লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ
লক্ষীপুর, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
ইমেইলঃ
মোবাইলঃ ০১ ৭২৩৮১১৪৪৪
মোবাইলঃ ০১ ৭২৩৮১১৪৪৪
0 coment rios:
You can comment here