প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার
প্রস্তুতি-২০২০
পঞ্চম শ্রেণি
বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায়
(আকাইদ - বিশ্বাস)
শূন্যস্থান পূরণ নমুনা প্রশ্ন উত্তরসহ
পর্ব-৫
পূর্ব প্রকাশিত হওয়ার পর...
২১। নিরাপদ পানির অপর নাম হলো ---------------------। (জীবন)
২২। “এ পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে
আন, না আমি তা বর্ষণ করি?” এটি সুরা --------------- এর আয়াত।
(ওয়াক্বিয়া)
২৩। এ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর মানুষ --------------- এর প্ররোচণায়
পাপ কর্ম করে। (শয়তান)
২৪। মহান আল্লাহর রয়েছে অসংখ্য গুণবাচক নাম। ‘আল্লাহ অতি সহনশীল ’-এর আরবি বাক্য হলো ---------------------- । (আল্লাহু হালিমুন)
২৫। ‘ওয়াল্লাহু আলীমুন হালীম’ এর অর্থ হলো
----------------------। (আল্লাহ সর্বজ্ঞানী, অতিসহনশীল)
২৬। ইসলাম বিশ্ব মানবতার মুক্তির ধর্ম। এ ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হলো ------------------ । (রিসালাত)
২৭। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ --------------------। (নবি-রাসুলগণ)
২৮। সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (সা.) আর ‘খাতামুন্নাবিয়্যীন’ অর্থ --------------------। (সর্বশেষ নবি)
২৯। মানুষ মৃত্যু বরণ করার পর সওয়াল জওয়াবের জন্য কবরে ----------------জন ফেরেশতা
আসেন। (দুই)
৩০। ------------------- কে দেখিয়ে বলা হবে, “মান হাযার রাজুল”। (হযরত মুহাম্মদ (সা.)
৩১। পাপিদের কবরের সাথে ------------- এর যোগাযোগ সৃষ্টি করে দেওয়া হবে। (জাহান্নাম)
৩২। পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করা ও আল্লাহর সামনে হাজির হওয়াকে
বলা হয় -------------------। (হাশর)
৩৩। আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালো-মন্দ, পাপ-পুণ্য লিখে রাখা হয় --------------------------। (আমলনামায়)
৩৪। আমলনামা লেখক ফেরেশতাদ্বয়ের নাম হলো ----------------------। (কেরামান-কাতেবিন)
৩৫। একজন ---------------শাসক সত্য ও ন্যায়কে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয়
মনে করে। (ন্যায় বিচারক)
৩৬। গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত এগুলো ---------------- দৃশ্য। (প্রকৃতির)
৩৭। তৃতীয় যে বিষয়ের উপর আমাদের ইমান আনার নির্দেশ দেয়া হয়েছে তা হলো---------------------।
(আখিরাত)
৩৮। ------------------ এর পরের জীবন অনন্তকালের জীবন। (মৃত্যু)
৩৯। ------------------ এর ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
(ইমান)
৪০। হযরত আদম (আ.) থেকে মুহাম্মদ (সা.) পর্যন্ত সব নবি-রাসূলই বলেছেন
----------------- এর কথা। (আখিরাতের)
রচনায়:
সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
জালালাবাদ সেনানিবাস, সিলেট।
মোবাইল: ০১৭১২৩৭৪৬৫০
0 coment rios:
You can comment here