।। মোঃ লুৎফুর রহমান হুমায়দী।।
মহান সৃষ্টিকর্তার শাশ্বত সুন্দর বিধান অমান্য করণ এবং মানবজাতি কর্তৃক অব্যাহত পাপাচার ও
সীমালংঘনের কারণে এ পৃথিবীতে নেমে আসে বিভিন্ন আযাব ও শাস্তি। আর শাস্তি যখন
অবধারিত হয়ে যায় তখন সেটা শুধু জালেমদের উপরেই সীমিত থাকে না। বরং সকলের উপরেই তা
আমভাবে অবতীর্ণ হয়ে যায়। নিয়্যত,
নেক আমল এবং অবস্থান অনুযায়ী আল্লাহ পাক তাঁর নেক বান্দাদের
পরকালে ক্ষমা করে দেবেন। কিন্তু দুনিয়াতে যে কারো দরজায় হানা দিতে পারে এ দুর্যোগ এবং পরীক্ষা।
আল্লাহ পাক
বলেছেন --
وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ
خَآصَّةً ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
"তোমরা এমন ফিতনা বা শাস্তিকে কে ভয় কর যা বিশেষ করে তোমাদের
মধ্যে যারা জালিম কেবল তাদেরকেই ক্লিষ্ট করবে না এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ্ শাস্তিদানে কঠোর।" - সূরা আনফালঃ ২৫
সুতরাং এ মুহুর্তে মহান মহান মুনীবের দরবারে সাচ্চা দিলে তাওবা করা তাঁর দরবারে বারে বারে ফরিয়াদ জানানো, তাঁর শাস্তি এবং অসন্তুষ্টি থেকে পানাহ চাওয়া এবং তাঁর অবারিত রহমতের অপেক্ষায় থাকা ছাড়া আমাদের আর কিই বা করার আছে ?
কানে আসছে মৃত্যু সংবাদ। চোখে ভাসছে মৃত্যু বিভীষিকা। চারিদিক থেকে ধেয়ে আসছে বিপদ,
মহা বিপদ।
হে রাব্বে কারীম! তোমার রহমতের সাগরের তো কূল-কিনারা নেই।
তুমি
আমাদেরকে এবং দেশ-বিদেশে থাকা আমাদের সকল আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রী, দ্বীনি ভাই-বেরাদরসহ সমস্ত মুমীন মুসলমানদেরকে তোমার
রহমতের চাদরে আবৃত রাখো। এ মহা দুর্যোগ ও মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করো।
আমীন ইয়া রাব্বাল আলামীন।
আমীন ইয়া রাব্বাল আলামীন।
লেখকঃ
অধ্যক্ষ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা,
পাঠানটুলা, সিলেট।
অধ্যক্ষ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা,
পাঠানটুলা, সিলেট।
0 coment rios:
You can comment here