ছড়া কবিতা- কিয়ামতের দিন
।। সুহাইল আহমদ (আবু গালিব)।।
ছুটবে মানুষ কিয়ামত দিনে
ভাইয়ের নিকট থেকে
মহা প্রলয় আসবে তেড়ে
মানব কোলের দিকে।
রেখে যাবে মাতা পিতা
যদিও আপন তারা
নিজকে কেবল আপন ভেবে
হবে পাগল পারা।
জায়ার মায়া মণিকোঠায়
পাবেনা যে ঠাই
সন্তানাদির দিকেও যে
চাওয়ার সময় নাই।
সে দিন মানুষ নিজকে নিয়েই
থাকবে যে মশগুল
মহা প্রলয়ে ব্যস্ত রবে
নাইযে এতে ভুল।
(সূরা আবাসা ৩৪-৩৭ নং আয়াতের তরজমা অবলম্বনে)
লেখকঃ
ইমাম;
আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।
0 coment rios:
You can comment here