Tuesday, April 14, 2020

ছড়া কবিতা- হৃদয়ে কাবা


।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

হে কাবা! তুমি যে আমার
হৃদয় বাগের ফুল
তাইতো আমি তোমায় নিয়ে
সদা মশগুল।

সালাত আদায় করি যখন
মনের মাঝে তুমি
তোমায় নিয়ে গর্ব করে
মক্কার আকাশ ভূমি

মাকামে ইবরাহীম তোমার
নিকট পানে দেখি
নামাজ আদায় করলে সেথায়
মিলে অধিক নেকি।

তোমায় তাওয়াফ করতে মুমিন
এহরাম যখন বাঁধে
চির মুক্তি পেতে তোমার
গিলাফ ধরে কাঁদে।

পাশে তোমার সাফা মারওয়া
স্মৃতি হাজেরার
এমন জাগায় আসতে মানা
ইহুদি চর গাদ্ধার।

হজ আদায়ে বলেন হাজী
আল্লাহুম্মা লাববাইক
তোমার নাম বাইতুল্লাহ
আল্লাহ মোদের লা শারিক।

তোমার কোণে হাজরে আসওয়াদ
চাই যে নয়ন জোড়ে
সেথায় চুমু দিলে পরে
পাপ চলে যায় উড়ে।

ইসমাইলের জমজম কোপ
বিলিয়ে দেয় জল
তোমার পাশের এমন পানি
দেয় যে তৃপ্তি বল।

তোমায় দেখার জন্য আমার
সদা ব্যাকুল মন
রাসূলের পথে চলি যেনো
এটাই আমার পণ।

লেখকঃ 
ইমাম; 
আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here