Monir Hossain
Learning English at home, For class ix & x
Subjec: English 2nd paper
Topic: Tag Question
নবম ও দশম শ্রেণির English Second Paper এর Question
No. 9 এ Tag Question এসে থাকে। Tag Question এ ভাল করতে হলে Sentence,
Verb ও Tense সম্পর্কে মৌলিক ধারণা থাকতে
হবে।
এখানে Tag
Question সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো:
Tag শব্দের অর্থ হলো “জুড়ে দেওয়া” Question শব্দের
অর্থ “প্রশ্ন” সুতরাং
সংজ্ঞা হিসেবে বলা যায়, English Conversation (কথোপকথন) এর সময় শ্রোতার সমর্থন বা মতামত চাইতে কিংবা কোনো বিষয়ের জোর দিতে মূল Sentence এর শেষে যে
সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয়া হয় তাই Tag Question.
মনে রাখতে হবে, Formal Written English এ Tag
Question এর ব্যবহার নেই। English Conversation এ কেবল Tag
Question ব্যবহৃত হয়। একে Tag Question বা Question
Tag দু’ই বলা হয়।
Elementary rules of tag Question:
i) Structure (গঠন প্রণালী): প্রদত্ত টি Sentence অপরিবর্তিত
অবস্থায় বসে +comma (,) বসে+Tag
Question বসে + note of interrogation/Question Mark (?) বসে।
যেমন: Jotey is a good teacher, isn’t she?
ii) Affirmative Sentence এর ক্ষেত্রে
Tag Question টি Negative হয়।
যেমন: Rony likes tea, doesn’t he?
iii) Negative Sentence এর ক্ষেত্রে
Tag Question টি Affirmative
/ positive হয়।
যেমন: All that glitters is not gold, is it?
iv) Tag Question এর subject সব সময় Pronoun হয়।
যেমন: Mahbuba is a student, isn’t she?
এখানে Mahbuba (noun) এর পরিবর্তে she (pronoun) ব্যবহৃত হয়েছে। negative tag টি সব সময় সংক্ষিপ্ত form এ হয়।
যেমন: Saib is a good boy, isn’t he?
এখানে Is not এর সংক্ষিপ্ত form isn’t হয়েছে।
v) Tag Question গঠনের সময় ব্যবহৃত Verb কে Operator বলা হয়।
Written by :
Monir Hossain
B.A (Hons) in English (1st Class)
M.A in Applied Linguistics and ELT (1st Class)
Teacher, Liakatganj School and College.
Dowarabazar, Sunamganj.
Mobaile: 01813-319490
0 coment rios:
You can comment here