Sunday, April 26, 2020

ছড়া কবিতা-আজ ইয়াতিমের বড় কষ্ট


 
।। মুন্সি আব্দুল কাদির।।

আজ বড় কষ্টে আছে সব ইয়াতিম
যার ঘরে
চাল নেই ডাল নেই
তেল নেই নুন নেই
খানা নেই দানা নেই
বাতি জ্বলে টিমটিম।


বাবা নেই ছায়া দিবে
কে আছে যে দয়া দিবে
মাদ্রাসায় ছিল সে যে
করোনা এলে সেটি বন্ধ
চোখে কিছু দেখে না সে
কি উপায় করে কি সে
দুটো চোখ থেকেও সে
আজ যেন অন্ধ।


মাদ্রাসার হুজুরেরা
মায়া করে দয়া করে
হাত পেতে দান চেয়ে
খাওয়াতো সে আইতাম

মা'র কাছে ফিরেছে সে
দাদা দাদী চাচা কাছে
মা দেখে না খানা কিসে
চিন্তার কুল নেই
আহ বলে
আজ কোথা যাইতাম।

ধনী জ্ঞানী বোদ্ধারা
আধুনিক যোদ্ধারা
বল
তোমাদের কারো কি গো
আছে দারুল আইতাম!


লেখকঃ কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here