করোনা থেকে পালিয়ে যাবেন কোথায়? পৃথিবী থেকে বের হতে পারবেন? পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে চলে গেলে করোনা
আপনার পিছু ছেড়ে দিবে এর প্রমাণ কী? এভাবে কতদিন থাকতে পারবেন? কতদিনে এই করোনা পৃথিবী ছাড়বে?
ভাইরাস সংক্রান্ত রোগ থেকে সতর্কতা ভিন্ন জিনিস। কিন্তু
সতর্কতার নামে রোগীর সাথে অমানবিক আচরণ, মৃত্যুর পর তার সাথে অমানবিক আচরণ কোনোভাবেই মানবতার পরিচয়
বহন করে না। রাসূল (সা.) যেমন ভাইরাস আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেছেন, তেমনি ভাইরাস আক্রান্ত এলাকা থেকে বের হতেও
নিষেধ করেছেন।
ভাইরাসের ভয়ে উক্ত এলাকা ছাড়লে আপনার ঈমানে ত্রুটি নিশ্চিত। ঐ এলাকায় ধৈর্য্য ধরে থাকার মাঝেই ছাওয়াব, এমনকি মারা গেলে শাহাদাতের মর্যাদার প্রতিশ্রুতি।
ভাইরাসের ভয়ে উক্ত এলাকা ছাড়লে আপনার ঈমানে ত্রুটি নিশ্চিত। ঐ এলাকায় ধৈর্য্য ধরে থাকার মাঝেই ছাওয়াব, এমনকি মারা গেলে শাহাদাতের মর্যাদার প্রতিশ্রুতি।
করোনায় আক্রান্ত রোগির সাথে যখন অমানবিক আচরণ মানা যায় না, তখন করোনা সন্দেহে কিভাবে একজন রোগির সাথে
অমানবিক আচরণ করা যায়? এতে আমাদের
মানবতা কোথায় নেমেছে ভাবতে পারেন?
কিন্তু এসব খবর আমাদেরকে দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। করোনা সন্দেহে চিকিৎসা না পাওয়া
নারী মারা যাওয়ার দুদিন পর রিপোর্ট এলো করোনা ছিলো না। আহ! কই আমাদের মানবতা? করোনা ঈমান ও মানবতা দুটোর পরীক্ষা নিচ্ছে
মনে হয়। মানবতা কি শ্লোগানের জিনিস, নাকি এসকল পরিস্থিতিতে প্রমাণের জিনিস?
তাই করোনা থেকে দ্রুত পানাহ চান। এটি কাফিরদের উপর শাস্তির
বদলে আমরা মুমিনদেরকে ঈমানী পরীক্ষার ফিতনায় ফেলছে।
আল্লাহ আমাদেরকে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফীক দান করুন। আমীন।
আল্লাহ আমাদেরকে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফীক দান করুন। আমীন।
লেখকঃ পরিচালক ও প্রধান মুফতি, ইমাম আবু হানিফা রহ. ফতোওয়া ও গবেষণা ইনস্টিটিউট, সিলেট।
মোবাইলঃ ০১৯১১৫২৭৯০৩
মোবাইলঃ ০১৯১১৫২৭৯০৩
0 coment rios:
You can comment here