।। ইমদাদুল
হক যুবায়ের।।
বিষয়ঃ তাশদীদ
ও গুন্নাহ
তিন দাঁত ওয়ালা চিহ্নটিকে
তাশদীদ চিহ্ন কয়,
তাশদীদ ওয়ালা হরফকে
দু’বার পড়তে হয়।
দু’বারের প্রথমবার ডানের
হরকতের সাথে,
হরকত ওয়ালা হরফটি
ডানে থাকে যাতে।
নিজ হরকতে দ্বিতীয় বার
শক্ত করে পড়,
কাঠিন্যতা দূরিকরণে
চেষ্টা তুমি কর।
তাশদীদের অবস্থান হয়
হরকত-তানবিনের মত,
দ্বিত্ব উচ্চারণ সহজ হবে
চর্চা করবে যত।
হরকত বিহীন হরফ ছাড়া
তাশদীদ যায় না পড়া,
নূনে মীমে তাশদীদ হলে
উচিৎ গুন্নাহ করা।
লেখকঃ প্রাবন্ধিক ও গবেষক
শিক্ষক,
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।
মোবাইল: 01712374650
ইমেইল: zubairjcpsc@gmail.com
Website: www.bdzubair.info
facebook: Imdadul
Haque Zubair
Facebook Page: ইমদাদুল হক যুবায়ের
0 coment rios:
You can comment here