।। মিজানুর রহমান।।
আমি কবি হবার জন্য কবিতা লিখিনা,
কবিতার বই বের হবে; সেই স্বপ্নও দেখিনা।
আমি মাজলুমানের আর্তনাদ আঁকবার চেষ্টা করি,
তুলে ধরতে চাই নিপিড়ীত জনগণের প্রতিচ্ছবি।
আপ্রাণ চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করতে,
চেষ্টা করি দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের রুখে দিতে।
কবিতায় আঁকি রক্তাক্ত জনপদের আর্তচিৎকার,
চিত্র ধারণ করি মাজলুমের লাশবাহী এম্বুলেন্সের।
নিন্দা জানাই রিমান্ডের নামে অমানুষিক নির্যাতনের,
নিন্দা জানাই প্রগতিশীলতার নামে অশ্লীলতার।
আমি মাঝার ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করি।
দুর্নীতিবাজ আর ঘুষখোরদের টুটি চেপে ধরি।
আমি সত্যপ্রকাশে সদা আত্মপ্রত্যয়ী; নির্লিপ্ত,
কারও রক্তচক্ষু ভয় করিনা; দেখিনা কে কী বললো।
সবাই আমায় মন্দ বলুক;তাতে কিবা আসে যায়,
খোদার রহম সাথে থাকলে; চাওয়ার কিছুই নাই আমার।
লেখকঃ শিক্ষক ও কবি
সুনামগঞ্জঃ ০৩০৪২০২০
0 coment rios:
You can comment here